1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
ঝিনাইদহের সীমান্তে বিএসএফের গুলিতে নিহতের মরদেহ ফিরে পেয়েছে পরিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জোরপূর্বক ক্ষমতা দখলের রাজনীতি আর সহ্য করা হবে না : নাহিদ ইসলাম যুক্তরাষ্ট্রে মারাত্মক মাদক ফেন্টানিল প্রবাহের জন্য চীন দায়ী ! জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ, একমত সকল রাজনৈতিক দল নতুন শিক্ষাক্রম: ১৬টি দেশের শিক্ষাব্যবস্থার পর্যালোচনা চলছে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে আরো ১১০ ফিলিস্তিনি পানি কমতে থাকায় ফেনীতে প্লাবন পরিস্থিতির আরও উন্নতি গাজায় ইসরাইলি হামলায় ৬১ জন ফিলিস্তিনি নিহত, আহত হয়েছে ২৩১ জন ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের আসামিকে ৫ দিনের রিমান্ড

এক ডজন নাটকে তানজিন তিশা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০১৭

বিনোদন: ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। মডেলিং ও অভিনয় দিয়ে দর্শকদের মধ্যে জায়গা করে নিয়েছেন। ঈদের পর থেকে খ- নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। তার হাতে প্রায় এক ডজন নাটক রয়েছে। ঈদের ছুটি কাটিয়েই ইন্দোনেশিয়ার জাকার্তায় তিনি দুটি নাটকের কাজ করেন। নাটক দুটি হলো আকাশ ছোঁয়া স্বপ্ন ও গ্রহন দাগ। দুটি নাটকেই তিনি জুটি বাঁধেন জনপ্রিয় অভিনেতা সজলের সঙ্গে। এ ছাড়া সম্প্রতি তিনি শেষ করেছেন ‘জলের তলে কার ছায়, পথে হলো দেখা, ওই লাল টিপওয়ালী, মায়া ও ভালোবাসার রকম ফের, শিরোনামের নাটকগুলো। এই নাটকগুলোতেও সজলের সঙ্গেই তিশাকে দেখা যাবে। এই প্রসঙ্গে তিশা বলেন, ‘আমাদের দুজনের রসায়ন পরিচালকদের ভালো লেগেছে। দর্শকদের কাছেও আমাদের দারুণ চাহিদা রয়েছে। এ ছাড়া সজলের সঙ্গে কাজ করতে আমিও স্বাচ্ছন্দ্যবোধ করি। সেগুলো বিবেচনা করেই পরিচালকগণ আমাদের দুজনকে নিয়ে কাজ করছেন। এই নাটকগুলোতে তিশার চরিত্র কেমন জানতে চাইলে তিনি বলেন, প্রতিটি নাটকে আমি ভিন্ন ভিন্ন চরিত্র ও গেটআপে দর্শকদের সামনে আসবো। একটি নাটকের চরিত্র ও গল্পের সঙ্গে অন্য নাটকের মিল খুঁজে পাবে না দর্শক। আমি বৈচিত্র্যময় চরিত্রে বিশ্বাসী। চরিত্র পছন্দ না হলে সেই কাজ কখনো করিনি। এদিকে আগামীকাল থেকে তিশা আরো দুটি নাটকের শুটিং করবেন বলে জানান। নাটক দুটি হলো সাদা কালো রঙিন ও নেইল পলিশ। ছোট পর্দার বাইরে তিশা সম্প্রতি একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। লালটিপখ্যাত নির্মাতা স্বপন চৌধুরীর ‘ভবঘুরে’ শিরোনামের ছবির মধ্য দিয়ে তিশার চলচ্চিত্রে অভিষেক হচ্ছে। ২০শে অক্টোবর থেকে ছবিটির শুটিং শুরু হবে জানা যায়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews