1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
আ. লীগকে পুনর্বাসিত করার পরিকল্পিত আয়োজন এটা: নাহিদ ইসলাম কিডনির কার্যক্ষমতা ফিরলেও অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হাদির: মেডিকেল বোর্ড মেসিকে ঠিকমতো দেখতে না পেয়ে উত্তাল কলকাতা, গ্যালারি ভাঙচুর করে মাঠে নামলেন দর্শকরা সবজির দাম এখনও চড়া—মাছের দামেও নেই স্বস্তি ট্রেলার মুক্তির আগেই শোরগোল সৃষ্টি করলো ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করিয়েই ঘরে ফিরবো কেরানীগঞ্জে ভবনে আগুন—৪২ জনকে উদ্ধার, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস যমুনায় হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, দিলেন আশ্বাস হাদিকে হামলাকারী একজন শনাক্ত, খুঁজে দিলেই পুরস্কার: ডিএমপি আগামীকাল রুয়েটে শুরু হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন

ঐক্যই এখন সবচেয়ে জরুরি: মির্জা ফখরুল

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন রাজনৈতিক সম্ভাবনা তৈরি হয়েছে, তা কাজে লাগাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সেই ভিন্নতা যেন গণঅভ্যুত্থানের ত্যাগকে প্রশ্নবিদ্ধ না করে। মঙ্গলবার, ৯ ডিসেম্বর, রোববার নয় বরং মঙ্গলবার, দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক ড. মাহবুব উল্লাহ ও তার প্রয়াত স্ত্রীর গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল গণঅভ্যুত্থানের পটভূমি স্মরণ করেন। তিনি বলেন, চব্বিশের জুলাই দেশের মানুষের ত্যাগ ও অংশগ্রহণে যে পরিবর্তনের সূত্রপাত হয়েছিল, তা এখন সামনে এগিয়ে নেওয়ার সময়। তার ভাষায়, “গণঅভ্যুত্থানের বিজয়কে সুসংহত করতে হবে। মতপার্থক্য থাকবে, কিন্তু শহিদদের আত্মাহুতি যেন কখনো বৃথা না যায়।”

তিনি অধ্যাপক ড. মাহবুব উল্লাহর ভূমিকার কথাও উল্লেখ করেন। বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা, বৈষম্যহীন অর্থনীতি এবং আধিপত্যবাদ বিরোধী রাষ্ট্র বিনির্মাণের যে বুদ্ধিবৃত্তিক লড়াই, সেখানে মাহবুব উল্লাহ গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। বিশেষ করে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রণয়নে এই শিক্ষকের মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়েছিল বলে জানান তিনি।

আলোচনা সভায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জিল্লুর রহমান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানসহ অংশগ্রহণকারীরা অধ্যাপক মাহবুব উল্লাহর গবেষণা, চিন্তাশক্তি এবং সমাজ পরিবর্তনে তার ভূমিকার কথা তুলে ধরেন। তাদের মতে, সংকটময় সময়ে এই ধরনের বুদ্ধিবৃত্তিক নির্দেশনা দেশ গঠনের পথে নতুন অনুপ্রেরণা যোগায়।

মির্জা ফখরুল বক্তব্যের শেষ দিকে সবাইকে সতর্ক করে বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থানের ত্যাগ ভুলে গেলে চলবে না। মতবিরোধ থাকতেই পারে, কিন্তু দেশ গঠনের যে সুযোগ সামনে এসেছে তা হারানো যাবে না।” তার আহ্বান, গণঅভ্যুত্থানের অর্জন ধরে রেখে রাজনৈতিক ও সাংবিধানিক পুনর্গঠনের পথে এগিয়ে যাওয়া।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews