1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

কবিতা – অস্পষ্ট চোখ আমার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮

অস্পষ্ট চোখ আমার

শহীদুল ইসলাম তুষার

——————–

রাত গভীর অস্পষ্ট চোখ আমার
কি জেন বলতে চায়।
কিছুতেই মানাতে পারছিলাম না।
জীবন চলায় যে ভুল আমার ছিল
যেন ষ্পষ্ট করে সামনে দুলছে।
বুকের ভেতর হাহাকারের
ধবনি শোনতে পাচ্ছি।
আমায় বুঝিনি আমি আজও
কি করে বুঝবো তোমায় বল।
যেটুকু বুঝেছি তোমায়
আমায় বেশেছো ভালো।
তবে আজ কেন এলোমেলো।
আমি না হয় দেখিনি আমায়।
তুমিতো দেখেছো আমায়।
যখন দেখছি আমায়।তোমায়
বুঝার রাখোনি উপায়।
রাত গভীর অস্পষ্ট চোখ
আজও খুজে বেড়ায়
শুধু তোমায়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews