অনলাইন ডেস্ক: কর্মস্থলে অনুপস্থিত থাকায় ‘অসদাচরণ’ এর অভিযোগে গণপূর্ত অধিদফতরের ৫ জন প্রকৌশলী ও স্থাপত্য অধিদফতরের একজন স্থপতিকে বিনা অনুমতিতে চাকরি থেকে বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন— মনিরুজ্জামান মনি, উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল), (রিজার্ভ), গণপূর্ত অধিদফতর, ঢাকা; আবদুল্লা আল মামুন, উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/এম), (চলতি দায়িত্ব) (রিজার্ভ), গণপূর্ত অধিদফতর, ঢাকা; রাহানুমা তাজনীন, উপ বিভাগীয় প্রকৌশলী (সিভিল), (চলতি দায়িত্ব) (রিজার্ভ), গণপূর্ত অধিদফতর, ঢাকা; ফারহানা আহমেদ, নির্বাহী প্রকৌশলী (ই/এম)(চ.দা.), (রিজার্ভ), গণপূর্ত অধিদফতর, ঢাকা; মফিজুল ইসলাম সহকারী প্রকৌশলী (সিভিল), (রিজার্ভ), গণপূর্ত অধিদফতর, ঢাকা এবং শিরাজী তারিকুল ইসলাম, সহকারী স্থপতি, স্থাপত্য অধিদফতর, ঢাকা।