জীবন নিউজ : গাইবান্ধা ডিবি পুলিশের একটি দল বুধবার রাতে অভিযান চালিয়ে বোয়ালী ইউপির পুলবান্দি বাজারস্থ জনৈক কুদ্দুসের দোকানের সামনে হতে শহরের অন্যতম মাদক বিক্রেতা লিথুন ও পুলককে ৬৬৩টি ইয়াবাসহ আটক করেছে। গাইবান্ধা ডিবি ওসি একেএম মেহেদী হাসান ঢাকাটাইমসকে বলেন, বিভিন্ন সময় শহরের অন্যতম মাদক বিক্রেতা লিথুন ও পুলককে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। গতরাতে গোপনে সংবাদ পেয়ে তাদের ৬৬৩টি ইয়াবাসহ পুলবান্দি এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে পূর্বের একাধিক মাদকের মামলাও রয়েছে।