নিজস্ব প্রতিবেদক:গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংসতার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি। অন্য দুই সদস্য হলেন জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “অন্তর্বর্তী সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনশৃঙ্খলা রক্ষা এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো অবৈধ কর্মকাণ্ড, সহিংসতা বা মৃত্যুর ঘটনায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, সম্প্রতি গোপালগঞ্জে অনুষ্ঠিত এক রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটে। এতে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সরকারের কঠোর পদক্ষেপের দাবি ওঠে।