চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর শহরের মোহাম্মদপুর মহল্লার কলেজ ছাত্রী সাদিয়া আক্তার বৈশাখি (১৬) ১২ দিন ধরে নিখোঁজ হলেও তার কোনো সন্ধান পাওয়া যায় নি।
গত ৯ আগষ্ট সকালে দর্শনা সরকারি কলেজ চত্বর থেকে সে নিখোঁজ হয়।
নিখোঁজ সাদিয়া আক্তার বৈশাখি উপজেলার দর্শনা পৌর শহরের মোহাম্মদপুর মহল্লার সেলিম সরোয়ারের মেয়ে ও দর্শনা সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।
নিখোঁজ ছাত্রীর বাবা সেলিম সরোয়ার জানান, সাদিয়া আক্তার বৈশাখি কলেজে কোচিং করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সে আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে অবশেষে ১৫ অক্টোবর দামুড়হুদা থানায় একটি সাধারণ ডায়েরি করেন বলেও জানান তিনি।
দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাকে উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।