1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

জমে উঠেছে ‘অবতার’ সিনেমার শুটিং

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭

পাবনা শহরের বিভিন্ন স্থানে ‘অবতার’ সিনেমার শুটিং করছেন নায়িকা মাহিয়া মাহি, আমিন খান ও নবাগত জে এইচ রুশো। এজন্য ডিসেম্বরের শুরু থেকে পাবনায় অবস্থান করছে ‘অবতার’ টিম।

সিনেমাটির নির্মাতা মাহমুদ হাসান শিকদার জানালেন, জমে উঠেছে অবতার। পুরোদমে চলছে শুটিং। ২০ ডিসেম্বর পর্যন্ত টানা শুটিং চলবে। তারপর ঢাকায় ফিরে ছবির বাকি অংশের কাজ শেষ হবে। এ ছবিতে মাহি অভিনয় করছেন মেডিকেল পড়ুয়া এক ছাত্রীর চরিত্রে। সিনেমাটির কাহিনী প্রসঙ্গে মাহমুদ হাসান শিকদার বলেন, ‘মানব সভ্যতার শুরু থেকে ভালো আর মন্দের ভারসাম্য দোদুল্যমান। একটি ধারাবাহিকতায় ধাবিত হলেও আজ আমাদের সভ্যতা ভারসাম্যহীন, অসুস্থ, জীর্ণ। অশুভ শক্তির কালো ছায়ায় বিকলাঙ্গ। এখানে শিশুর খাদ্যে বিষ, স্কুলের বাচ্চারা মাদকাসক্ত, ছোট শিশু ধর্ষিত।’

তিনি বলেন, ‘মানবতা রক্ষায় কোথাও কোনো দেবতার আগমনী বার্তা নেই। তবুও সভ্যতার দায় মেটাতে কাউকে না কাউকে প্রতিবাদের চিৎকার দিতেই হয়, হাতে নিতে হয় মুক্তির ঝাণ্ডা, হতে হয় অবতার। এই অবতারদের গল্প নিয়ে এগিয়ে যাবে কাহিনী।’

‘অবতার’র কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন নির্মাতা নিজেই। প্রযোজনা করছেন সাগা এন্টারটেইনমেন্ট।

সিনেমাটিতে গান থাকছে মোট পাচঁটি। এর মধ্যে চারটি তৈরি হয়েছে। গানগুলো লিখেছেন শহীদুল্লাহ ফরায়জী ও তারিক তুহিন। সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন, জাভেদ আহমেদ কিসলু ও কিশোর। কণ্ঠ দিয়েছেন ন্যানসি, এসআই টুটুল, কিশোর ও পুলক।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews