অনলাইন ডেস্ক: দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতীয় পার্টির ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য জাতীয় পার্টি দীর্ঘ ১৬ বছর যাবৎ আওয়ামী লীগকে সমর্থন দিয়ে সহযোগিতা করেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, যারা ফ্যাসিবাদের অনুসারী তাদের আইন অনুযায়ী বিচার হওয়া উচিত। তিনি জোর দেন, বিএনপি বর্তমানে রাষ্ট্রক্ষমতায় না থাকার কারণে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সুষ্ঠু নির্বাচনের অভাবের দায় বিএনপির কাঁধে আসে না। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ ১৬ বছর ধরে সাংবাদিকতা ও রাজনৈতিক সচেতনতার কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করেছে এবং নির্বাচনী প্রক্রিয়া ধ্বংস করেছে।
আলোচনা সভায় রিজভী আরও বলেন, গণতান্ত্রিক দেশে যে কেউ অন্যের বিরুদ্ধে কথা বলার অধিকার রাখে, তবে ডাকসুর সাবেক ভিপি নুরের ওপর হামলাকে তিনি ন্যাক্কারজনক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিএনপি কোনো মব সংস্কৃতিতে বিশ্বাসী নয় এবং তারা আইনের শাসন, গণতন্ত্র ও ন্যায়ের ভিত্তিতে রাজনীতি পরিচালনা করে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গে রিজভী মন্তব্য করেন, তাকে কারাগারে নেওয়ার উদ্দেশ্য ছিল জাতিকে পরাভূত করা। তিনি একই সঙ্গে বলেন, বিএনপি দেশের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কোনো কাজের দায় নিতে পারে না, বিশেষ করে যারা ফ্যাসিবাদকে সমর্থন বা সহযোগিতা করেছে।