
অনলাইন ডেস্ক: প্রতিকূল আবহাওয়ার কারণে মঙ্গলবার স্বাগতিক হামবুর্গ ও বায়ার লেভারকুসেনের মধ্যকার বুন্দেসলিগা ম্যাচটি কিক-অফের মাত্র কয়েক ঘণ্টা আগে স্থগিত করতে বাধ্য হয়েছে জার্মান লিগ কর্তৃপক্ষ।
এই সপ্তাহে উত্তর জার্মানিতে বয়ে যাওয়া শীতকালীন প্রতিকূল আবহাওয়ার কারণে এটি তৃতীয় ম্যাচ হিসেবে বাতিল হলো। এর আগে গত শনিবার সেন্ট পাউলি-আরবি লিপজিগ এবং ওয়ার্দার ব্রেমেন-হফেনহেইম ম্যাচ দুটি স্থগিত করা হয়। নতুন সূচী অনুযায়ী এই ম্যাচ দুটি এ মাসের শেষে পুনঃনির্ধারণ করা হয়েছে।
জার্মান ফুটবল লিগ (ডিএফএল) মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, আবহাওয়াজনিত ঝুঁকির কারণে হামবুর্গ-লেভারকুসেন ম্যাচটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হতে পারছে না। এ কারণে হামবুর্গের ভকসপার্কস্টেডিয়াম স্বল্প নোটিশে বন্ধ করে দেওয়া হয়েছে।
ম্যাচটি মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল। লেভারকুসেন এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাচটি পুনঃনির্ধারণের বিষয়ে যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নেওয়া হবে।
ঝড় ‘এলি’র কারণে ভারী তুষারপাত ও প্রবল বাতাসে উত্তর জার্মানিতে ব্যাপক নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছে। এর ফলে হামবুর্গ ও ব্রেমেনে স্কুল বন্ধের নির্দেশ দেবার পাশাপাশি দূরপাল্লার রেল চলাচল বাতিল করা হয়েছে।