
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গী টিএন্ডটি এলাকার বিটিসিএল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মহিবুল্লাহ মাদানীকে পঞ্চগড়ের সদর থানার হেলিপ্যাড বাজার এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার ছেলে আব্দুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
মাওলানা মহিবুল্লাহ বুধবার ফজর নামাজের পর হাটাহাটি করতে গিয়ে অপহরণের শিকার হন। খোঁজ না পেয়ে তার পরিবারের সদস্যরা বুধবার রাতে টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহিল জামান জানান, মাওলানা মুহিবুল্লাহ মাদানীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।