টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। নিহতরা হলেন- নওগাঁ জেলার দামুরহাটের পলাশ (১৭) ও জয়পুরহাট জেলার গোপাল (২৫)। বৃহস্পতিবার ভোরে মির্জাপুর উপজেলার আছিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কপিল উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী এসআই পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুরের আছিমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয় আরো ১০ যাত্রী। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।