1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
এনসিপি নেত্রী জান্নাত আরা রুমীর মৃত্যুর নেপথ্যে কারণ কী? নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল জেআইসি সেলে গুম ও নির্যাতন, শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ শীতকালে শসা খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন আন্তর্জাতিক বাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম, সব রেকর্ড ভাঙল রূপা ইরানকে কঠোর হুঁশিয়ারি ইসরাইলের জুলাই আন্দোলন দমনের অভিযোগ ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ এলাকা ভিত্তিক বন্যপ্রাণীর তালিকা প্রণয়ন করবে সরকার ডিসেম্বরের প্রথম ১৬ দিনে প্রবাসী আয় ১৮২ কোটি ৬০ লাখ ডলার

ডিসেম্বরের প্রথম ১৬ দিনে প্রবাসী আয় ১৮২ কোটি ৬০ লাখ ডলার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

অর্থনীতি ও বাণিজ্য ডেস্ক: চলতি ডিসেম্বর মাসে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। ডিসেম্বরের প্রথম ১৬ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১৮২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের ১৫ ও ১৬ ডিসেম্বর এই দুই দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।

সূত্র অনুযায়ী, ২০২৫ সালের ১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী আয় দাঁড়িয়েছে ১ হাজার ৮২৬ মিলিয়ন মার্কিন ডলার। অপরদিকে ২০২৪ সালের একই সময়ে এই আয় ছিল ১ হাজার ৬০২ মিলিয়ন মার্কিন ডলার।

সে হিসেবে চলতি মাসে ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী আয়ে প্রায় ১৩ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৬৪ মিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৪ থেকে ১৬ ডিসেম্বর ২০২৪) এই আয় ছিল ১২ হাজার ৭৪০ মিলিয়ন মার্কিন ডলার।

ফলে চলতি অর্থবছরের শুরু থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী আয়ে ১৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অর্থনীতিবিদরা বলছেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন উদ্যোগ, প্রণোদনা অব্যাহত থাকা এবং প্রবাসীদের আস্থার কারণে প্রবাসী আয়ে এই ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews