অনলাইন ডেস্ক: আজ রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশ মেঘলা রয়েছে। এর সঙ্গে কিছু কিছু জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে।
এদিকে, বৃষ্টির পাশাপাশি আকাশে কালো মেঘও দেখা গেছে। যা দিনভর বৃষ্টির আভাস দিচ্ছে।
গতকাল এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায়, শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়।