1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:

পর্দায় আসছে আসছে ‘দ্য মমি’র চতুর্থ কিস্তি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

বিনোদন ডেস্ক: হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘দ্য মমি’ আবার ফিরছে নতুন ছবির মাধ্যমে। সিরিজের চতুর্থ কিস্তিতে প্রায় ২৫ বছর পর আবারও মুখ্য ভূমিকায় দেখা যাবে ব্রেন্ডন ফ্রেজার ও র‌্যাচেল ওয়াইজকে। দীর্ঘদিন গুঞ্জনের পর অবশেষে ফ্রেজার নিজেই নিশ্চিত করেছেন নতুন ছবির ঘোষণা।

১৯৯৯ সালে মুক্তি পাওয়া প্রথম ‘দ্য মমি’ বিশ্বব্যাপী দর্শকের কাছে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে। পরে মুক্তি পাওয়া আরও দুটি ছবিও ব্যবসাসফল হয়। তিনটি ছবিতেই ফ্রেজার অভিনয় করেছিলেন ‘রিক ও কনেল’ চরিত্রে। তবে ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত তৃতীয় ছবি ‘টুম্ব অব দ্য ড্রাগন এম্পেরর’ নিয়ে সন্তুষ্ট ছিলেন না তিনি।

ফ্রেজারের ভাষায়, ছবিটি বানানো হয়েছিল তাড়াহুড়া করে এবং তা সিরিজের পরিকল্পিত ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি। নতুন ছবির পরিচালনায় থাকছেন ম্যাট বেটিনেলি-অলপিন ও টাইলার গিলেট। তারা এর আগে ‘রেডি অর নট’ ও নতুন ‘স্ক্রিম’ সিরিজের মাধ্যমে পরিচিতি পেয়েছেন।

তাই দর্শকরা নতুন ছবিতে অ্যাডভেঞ্চার, হরর ও বিনোদনের সমন্বয় আশা করছেন। ২০১৭ সালে টম ক্রুজকে নিয়ে ইউনিভার্সাল ‘দ্য মমি’ রিবুট করলেও সেটি ব্যর্থ হয়। সে প্রসঙ্গ টেনে ফ্রেজার বলেন, ‘মূল সিরিজের মজা ও রোমাঞ্চ সেই ছবিতে ছিল না।’ যদিও ইউনিভার্সাল স্টুডিও এখনো ‘দ্য মমি ফোর’-এর মুক্তির তারিখ ঘোষণা করেনি। তবে ব্রেন্ডন ফ্রেজার-র‌্যাচেল ওয়াইজ জুটির ফিরে আসার খবরেই নস্টালজিয়া ফিরে এসেছে আগের দর্শকদের মনে। এখন অপেক্ষা শুধু শুটিংয়ের ঘোষণা জানানো।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews