1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
  2. adminbockup@wordpress.org : adminbockup :
  3. wordpresupport@www.jibonnews24.com : admlnlx :
  4. jibonnews24wy@gmail.com : trumpweiss :
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানিয়েছে জাতীয় পার্টি: আখতার ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করার চেষ্টা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা পে স্কেল স্বতন্ত্র বেতন কাঠামোসহ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ৫ দাবি জেনে নিন ঠান্ডা লাগলে শরীরের লোম খাড়া হয় কেন সালমান শাহ হত্যার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ভারতে খেলতে গিয়ে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার ২ নারী ডিসিসিআই জরিপ ঢাকাবাসীর মাথাপিছু আয় ৬,২৪,৭২৩ টাকা কাঁঠালিয়া ওসি মংচেলা আওয়ামীলীগের নেতাকে বাদি বানিয়ে সাংবাদিক বিরুদ্ধে মিথ্যা মামলা কুয়ালালামপুরে চীন-মার্কিন বাণিজ্য আলোচনা শুরু

প্রতি আউন্সে ৪,২০০ ডলার নিরাপদ বিনিয়োগ চাহিদায় স্বর্ণের দামে রেকর্ড

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক:   মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশা এবং বৈশ্বিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে বুধবার স্বর্ণের দাম ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্সে ৪,২০০ ডলার অতিক্রম করেছে।স্পট গোল্ড বুধবার গ্রিনউইচ মান সময় সকাল ১০টা ১৮ মিনিটে ১.৫% বেড়ে প্রতি আউন্স ৪,২০৩.৭৯ ডলারে পৌঁছায়। এর আগে এক পর্যায়ে দাম বেড়ে ৪,২১৭.৯৫ ডলারের রেকর্ড ছোঁয়। ডিসেম্বর ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারও ১.৪% বেড়ে ৪,২২০.২০ ডলারে লেনদেন হয়।

চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ৫৮% বেড়েছে। এর পেছনে কারণ হিসেবে বিশ্লেষকরা দেখছেন— মার্কিন সুদহার কমার প্রত্যাশা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর বাড়তি স্বর্ণ ক্রয়, ডলারের ওপর নির্ভরতা হ্রাসের প্রবণতা এবং ভূরাজনৈতিক উত্তেজনা।

অ্যাকটিভট্রেডস বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, ‘মার্কিন সরকারে চলমান অচলাবস্থা, ফেড কর্মকর্তাদের নরম মন্তব্য এবং যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা স্বর্ণের দাম আরও বাড়াতে পারে। মাঝারি থেকে দীর্ঘমেয়াদে ৫,০০০ ডলার পৌঁছানো অসম্ভব নয়।’বুধবার ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের মন্তব্যের পর ডলারের মান কমে যায়, যা বাজারে আগামী অক্টোবর ও ডিসেম্বরে দুটি ২৫ বেসিস পয়েন্ট হারে সুদ কমানোর প্রত্যাশা জোরদার করেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন চীনের সঙ্গে কিছু বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার কথা বিবেচনা করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সরকারি অচলাবস্থার কারণে তথ্যপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক নীতিনির্ধারকেরা অনিশ্চয়তায় পড়েছেন।

স্বর্ণ সাধারণত রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা কিংবা মূল্যস্ফীতির সময় নিরাপদ বিনিয়োগ হিসেবে জনপ্রিয়। বিশ্লেষক সোনি কুমারির মতে, ‘স্বর্ণের বুলিশ প্রবণতা আরও কিছুদিন অব্যাহত থাকবে।’প্রযুক্তিগতভাবে দেখা যাচ্ছে, স্বর্ণের রিলেটিভ স্ট্রেংথ ইনডেক্স (আরএসআই) ৮৫-এ দাঁড়িয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে— বাজার বর্তমানে ‘ওভারবট’ অবস্থায় রয়েছে।

অন্যদিকে, রুপার দাম ২.৩% বেড়ে প্রতি আউন্স ৫২.৬৪ ডলার হয়েছে, যা মঙ্গলবারের ৫৩.৬০ ডলারের রেকর্ডের কাছাকাছি। প্লাটিনাম ১.২% বেড়ে ১,৬৫৭.০৫ ডলার এবং প্যালাডিয়াম ১.৭% বেড়ে ১,৫৫১.১৮ ডলারে লেনদেন হয়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews