বিখ্যাত এক প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জোলিনা জোলি।
ক্যারিয়ারের শুরুতে হার্ভে উইনস্টেইনের কাছে তিনি ওই হেনস্তার শিকার হয়েছিলেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।
প্রযোজক উইনস্টেইনের বিরুদ্ধে একই অভিযোগ এনেছেন অভিনেত্রী গেনিথ পাল্টরোও।
বিবিসিকে পাঠানো ইমেলে জোলি বলেছেন, ক্যারিয়ারের শুরুতে হার্ভের সঙ্গে একটা খারাপ অভিজ্ঞতা রয়েছে আমার। তার ফলে ওর সঙ্গে আর কখনও কাজ করিনি। এমনকী এ ধরনের আচরণ অন্য কেউ করলেও তাদের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছি। যে কোনও ক্ষেত্রেই নারীর সঙ্গে এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না।
গেনিথ জানিয়েছেন, এমা’ ছবির লিড রোলে তাকে কাস্ট করেছিলেন হার্ভে। কিন্তু সই করার পর তাকে আলাদা করে হোটেলে ডেকেছিলেন। সেখানেই হার্ভেতাঁকে যৌন হেনস্থা করেছিলেন বলে অভিযোগ গেনিথ।
৬৫ বছরের এই প্রযোজক বহু বাণিজ্য সফল ছবির নির্মাতা। হলিউডে এতদিন প্রশ্নাতীত আধিপত্য ছিল হার্ভের।
শুধু অভিনেত্রীরাই নন, তার সঙ্গে কাজ করেছেন এমন তিন নারী হার্ভের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও এনেছেন। গোটা ঘটনা তুমুল আলোড়ন তুলেছে মার্কিন মুলুকে।
হিলারি ক্লিন্টন এই খবর পাওয়ার পর বলেন, আমি মর্মাহত। তবে মুখপাত্রের মাধ্যমে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন হার্ভে।