ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি থানাধীন লেলাং ইউনিয়নের রায়পুরে গ্রামে মো. তারেক (৩৪) নামের এক যুবক খুন হয়েছেন। শনিবার (২৮ অক্টোবর) দিনগত রাতে শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে বলে পুলিশের ধারণা। ফটিকছড়ি থানার এসআই আরিফ জানান, তারেক ৯ নম্বর ওয়ার্ডের মিয়াবাড়ির সাবেক মেম্বার মরহুম সিরাজুল মোস্তফার বড় ছেলে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফটিকছড়ি থানার ওসি আবু ইউসুফ মিয়া বাংলানিউজকে জানান, তারেকের গলায় আঘাতের চিহ্ন আছে। শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। বিস্তারিত ময়নাতদন্ত রিপোর্টে পেলে জানা যাবে।