
নিজস্ব প্রতিবেদন: ০১-০৬-২০২৫ তারিখে রবিবার বগুড়ায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন না করা ও পণ্যের মোড়ক বিধি অনুসরণ না করার অভিযোগে তিনটি খাদ্যপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযানে বৈকালি দই-মিষ্টি ঘরকে ৫০ হাজার টাকা, শৈলী ফুড পার্ক এন্ড চাইনিজকে ৪০ হাজার টাকা এবং দই মেলাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৯৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মোঃ রাসেল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং জেলা পুলিশের একটি টিম।
জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।