1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রঙমিস্ত্রির মৃত্যু

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

অনলাইন ডেস্ক:     রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেক এলাকায় একটি ভবনের চারতলায় রঙয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে এক রঙমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা সোহাগ জানান, আদাবর থানার শেখেরটেক ব্রিজের পাশের একটি চারতলা ভবনের বাইরের অংশে রঙয়ের কাজ করছিলেন ওই মিস্ত্রি। কাজের একপর্যায়ে তিনি বিদ্যুতের তারে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ওপর থেকে নিচে পড়ে যান। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহতের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বিস্তারিত তথ্য জানার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews