1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
  2. adminbockup@wordpress.org : adminbockup :
  3. wordpresupport@www.jibonnews24.com : admlnlx :
  4. admin@wordpress.org : admn :
  5. : archive_option :
  6. jibonnews24wy@gmail.com : trumpweiss :
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন

বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকি আর নেই

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

অনলাইন ডেস্ক:    বিশ্বের একাধিক দেশে কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করা হাফেজ সাইফুর রহমান ত্বকি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাফেজ ত্বকির শিক্ষক মারকাযুত তাহফিজের প্রতিষ্ঠাতা হাফেজ নেছার আহমদ আন-নাছিরী বিষয়টি নিশ্চিত করেছেন।

হাফেজ ত্বকি জর্ডান, কুয়েত ও বাহরাইনে কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন। এছাড়াও তিনি দেশে বিভিন্ন কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হন।

বিশ্বজয়ী এই হাফেজ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং এক পর্যায়ে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৬২টি দেশকে পেছনে ফেলে প্রথম হন হাফেজ সাইফুর রহমান ত্বকি। পরবর্তী সময়ে কুয়েত ও বাহরাইনেও তিনি কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন।

কুমিল্লা মুরাদনগরের ডালপা গ্রামে ২০০০ সালে জন্মগ্রহণ করেন হাফেজ ত্বকি। বাবা মাওলানা বদিউল আলম পেশায় একজন মাদরাসা শিক্ষক। নিজের ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন তিনি। তার এই চলে যাওয়ায় শোকে ভাসছে পরিবারটি। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই শোক প্রকাশ করছেন।

হাফেজ নেছার জানান, মঙ্গলবার বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাজা শেষে হাফেজ ত্বকিকে কুমিল্লার মুরাদনগরের গ্রামের বাড়িতে দাফন করা হবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews