রবীন্দ্রনাথের ঠাকুরের স্মৃতি বিজড়িত মেঘালয়ের শিলংয়ে ব্রুকসাইড বাংলো পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। শুক্রবার সস্ত্রীক তিনি ঐতিহ্যবাহী এই বাংলো পরিদর্শন করেন। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৯ সালে এ ব্রুকসাবইড বাংলোতে কিছুদিন ছিলেন। বাংলো পরিদর্শন করতে এসে স্মৃতিকাতর হয়ে পড়েন রাষ্ট্রপতি। এসময় তিনি বাংলোয় টেবিলে রাখা গীতাঞ্জলি থেকে কিছু কবিতা আবৃত্তি করেন।
গীতাঞ্জলির মূল কবিতার লাইন এই বাংলোর দেয়ালে ঝোলানো রয়েছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ রবীন্দ্রনাথের ব্যবহৃত বিছানা এবং গ্যালারি ঘুরে ঘুরে দেখেন।
এসময় বাংলাদেশি শিক্ষার্থীদের একটি দল ব্রুকসাইড বাংলোতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতির সঙ্গে তার স্ত্রী রাশিদা খানম, সচিব এবং পরিবারের অন্য সদস্যরাও ছিলেন। সূত্র: বাসস, ছবি: শিলংটাইমস