1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
  2. adminbockup@wordpress.org : adminbockup :
  3. wordpresupport@www.jibonnews24.com : admlnlx :
  4. admin@wordpress.org : admn :
  5. : archive_option :
  6. jibonnews24wy@gmail.com : trumpweiss :
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০১:০২ অপরাহ্ন

ভারতের উত্তর প্রদেশের মথুরায় খনন কাজ চলার সময় ধসে পড়েছে ছয়টি বহুতল ভবন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক:   ভারতের উত্তর প্রদেশের মথুরায় খনন কাজ চলার সময় ধসে পড়েছে ছয়টি বহুতল ভবন। শাহগঞ্জের মায়া টিলা এলাকার কাছে এই ঘটনাটি ঘটে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অনেকে। তবে এখনও হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি।

রোববার (১৫ জুন) ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে নিশ্চিত করা হয় এসব তথ্য।

প্রতিবেদনে বলা হয়, অঞ্চলটিতে ভারি খননকাজ চলছিল। ধারণা করা হচ্ছে, এ কারণেই আশপাশের ভবনগুলোর ভিত্তি দুর্বল হয়ে পড়ে।

দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস এবং উদ্ধারকারী দলের সদস্যরা। এ সময়, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নেয় স্থানীয় প্রশাসন, দমকল বিভাগ। সেইসাথে পুলিশ বিভাগের একটি দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়। যৌথ এই উদ্ধার অভিযানে ধ্বংসস্তূপ সরানোর এবং আটকে পড়াদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

অপরদিকে, ঘটনার কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। তবে কর্মকর্তারা এখনও ভবন ধসের সঠিক কারণ এবং হতাহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি।

উল্লেখ্য, অবৈধ খনন এবং নির্মাণকাজের ফলে প্রায়ই ভবনধসের মতো দুর্ঘটনা ঘটে থাকে ভারতে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews