1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
মাদারীপুরে খাসেরহাট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ঐতিহ্যবাহী বাজার ও খাদ্য গুদাম হুমকিতে পীরগঞ্জে ইউএনও খাদিজা বেগমের দৃঢ় নেতৃত্বে সুষ্ঠু নিয়োগ পরীক্ষা সম্পন্ন অভিযোগ গুজব ভিত্তিহীন, অসাধু মহলের ষড়যন্ত্র ব্যর্থ উত্তরায় বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ‘নেক্সান ড্রিম’ প্লাটফর্মের উদ্বোধন পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী বদরুদ্দীন উমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক মেসির রেকর্ড ভাঙলেন রোনালদো প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, চালু হচ্ছে মিড ডে মিল: গণশিক্ষা উপদেষ্টা লেখক, গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর আর নেই বাংলাদেশে অস্থিতিশীলতার ঝুঁকি, সমাধান সুষ্ঠু নির্বাচনেই: কুগেলম্যান ঢাকার আকাশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

ভেনিসে অভূতপূর্ব সম্মাননা পেল ‘দেল তোরোর ফ্র্যাঙ্কেনস্টাইন’

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

বিনোদন ডেস্ক: গিয়ের্মো দেল তোরোর নতুন সিনেমা ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’। গত শনিবার রাতে ভেনিসে এটি প্রদর্শিত হয় এবং দারুণ সাড়া ফেলে। অভূতপূর্ব একটি ঘটনা ঘটে এ সময়। সিনেমাটি ১৩ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পায়। এর আগে ভেনিস উৎসবে এত দীর্ঘ স্ট্যান্ডিং ওভেশন আর কোনো সিনেমা পায়নি। সিনেমাটিতে প্রধান দুই ভূমিকায় অভিনয় করেছেন অস্কার আইজ্যাক, জ্যাকব এলোরদি। স্ট্যান্ডিং ওভেশনের সময় তারা আবেগ লুকাতে পারেননি। দুজনই অশ্রুসিক্ত হন।

দীর্ঘ করতালির সময় দেল তোরো দর্শকের দিকে হাত নাড়ান এবং এলোরদি ও আইজ্যাকের সঙ্গে একাধিকবার আলিঙ্গন করেন। দৃশ্যতই আবেগাপ্লুত এলোরদি, আইজ্যাকের গালে একটি চুমু খান এবং একে অন্যকে জড়িয়ে ধরেন।

এ গথিক সায়েন্স ফিকশন চলচ্চিত্রটি উৎসবের মর্যাদাপূর্ণ গোল্ডেন লায়নের জন্য প্রতিযোগিতা করছে। ফ্র্যাঙ্কেনস্টাইনের কথা কমবেশি সবারই জানা। মেরি শেলির ১৮১৮ সালের ক্ল্যাসিক হরর উপন্যাস এটি। সিনেমাটি সে উপন্যাসের পুনর্নির্মাণ, যেখানে এক প্রতিভাবান বিজ্ঞানী একটি দানবকে জীবন দান করে, যার ফলাফল হয় তাদের উভয়ের ধ্বংস। ১২ কোটি ডলার খরচ করে দেল তোরো এ সিনেমা নির্মাণ করেছেন। সিনেমার দৈর্ঘ্য ১৪৯ মিনিট। মহাকাব্যিক এ সিনেমা নেটফ্লিক্সের জন্য সম্ভাব্য একটি বড় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রে পরিণত হতে পারে।

আইজ্যাক ও এলোরদির সঙ্গে শনিবার রাতে প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সহ-অভিনেত্রী মিয়া গথ (ড. ফ্রাঙ্কেনস্টাইনের প্রেমিকা এলিজাবেথ লাভেনজা), ক্রিস্টোফ ওয়াল্টজ (ধনী অস্ত্র ব্যবসায়ী হারল্যান্ডার) ও ফেলিক্স কামারার (ড. ফ্রাঙ্কেনস্টাইনের ছোট ভাই উইলিয়াম, যিনি এলিজাবেথের সঙ্গে বাগদান করেছেন)।

লাল গালিচায় হাঁটার পর, এলোরদি ও আইজ্যাক থেমে ভক্তদের সঙ্গে হাসিমুখে সেলফি তোলেন ও অটোগ্রাফ দেন। থিয়েটারের ভেতর, দর্শকও ‘ইউফোরিয়া’ তারকাকে দেখে ততটাই উচ্ছ্বসিত ছিলেন।

ভ্যারাইটির কভার স্টোরিতে এলোরদি প্রকাশ করেন যে দানবের চরিত্রে রূপান্তর হতে তাকে ১০ ঘণ্টা মেকআপে বসে থাকতে হয়েছে, যেখানে তার গায়ে সেলাই করা ত্বক সহ নানা স্তরের পোশাক ছিল। এলোরদি বলেন, যখন সে জন্মায়, তখন তার শরীরে প্রায় কিছুই থাকে না। তার বুক খোলা আর মাথা উঁচু। তারপর যখন সে যন্ত্রণা অনুভব করতে শুরু করে, যেমনটা আমরা কিশোরবেলায় করি। তখন সে কাঁধ নামিয়ে দেয় আর প্রাপ্তবয়স্ক হয়ে গেলে সে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেয়।

মেক্সিকান চলচ্চিত্র নির্মাতা দেল তোরো সর্বশেষ ভেনিসে এসেছিলেন তার ২০১৭ সালের ডার্ক ফ্যান্টাসি ‘দ্য শেইপ অব ওয়াটার’ নিয়ে। সিনেমাটি গোল্ডেন লায়ন জিতেছিল এবং পরে চারটি অস্কারসহ সেরা সিনেমা ও পরিচালকের পুরস্কার জিতেছিল। আগামী ১৭ অক্টোবর প্রেক্ষাগৃহে এবং ৭ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে যাওয়া ফ্র্যাঙ্কেনস্টাইন দেল তোরোর স্বপ্নের প্রজেক্ট।

গত শনিবার দুপুরে ছবির ভেনিস প্রেস কনফারেন্সে তিনি বলেন, আমি ছোটবেলা থেকেই এ প্রাণীকে অনুসরণ করে এসেছি। মজা করে তিনি বলেন, ছবিটি শেষ হওয়ার পর এখন আমি প্রসব-পরবর্তী বিষণ্ণতায় ভুগছি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews