নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের তফসিল ঘোষণার এক মাস আগে যেসব নাগরিকের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। এ সংক্রান্ত একটি অধ্যাদেশ বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
ফয়েজ আহম্মদ বলেন, “বিদ্যমান ব্যবস্থায় শুধুমাত্র ভোটার তালিকা হালনাগাদের আগের বছরের ডিসেম্বর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়, তারাই ভোটার হতে পারেন। এতে নির্বাচনের আগে যারা ১৮ বছরে পৌঁছান, তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হন। এই সমস্যা সমাধানে নির্বাচন কমিশনের প্রস্তাবের ভিত্তিতে সংশোধনী আনা হয়েছে।”
তিনি জানান, নতুন ‘ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ’ অনুযায়ী— নির্বাচনের তফসিল ঘোষণার অন্তত এক মাস আগে যেসব নাগরিক ১৮ বছর পূর্ণ করবেন, তারাও তালিকাভুক্ত হয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
বৈঠকে আরও দুটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর একটি হলো ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, ২০২৫’। এই অধ্যাদেশে দাতার পরিধি বাড়ানো হয়েছে এবং মৃত্যুর পর মরদেহ থেকে অঙ্গ সংগ্রহ ও প্রতিস্থাপনের পদ্ধতি নির্ধারণ করা হয়েছে।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, “এর ফলে দেশে কিডনি প্রতিস্থাপনসহ অঙ্গ সংযোজন কার্যক্রম আরও সহজ ও স্বচ্ছ হবে। আন্তর্জাতিক মান বজায় রেখে এটি তৈরি করা হয়েছে।”
এছাড়া, ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’-এর খসড়াও ভেটিং শেষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে ঘিরে সহিংসতা ও প্রাণহানির ঘটনা তদন্তে গঠিত কমিটি নিয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, “তদন্ত কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখবে—কেন সহিংসতা হলো, কীভাবে প্রাণহানি ঘটলো এবং কারা এর জন্য দায়ী।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।