1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
৫ আগস্ট শুধু দিবস নয়, ফ্যাসিবাদ থেকে জাতির পুনর্জন্মের দিন: প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জনের ঘোষণা হান্নান মাসউদের ৫ আগস্ট: গণঅভ্যুত্থানের গল্প—বাংলাদেশের নতুন অভিযাত্রা জুলাই আমাদের নতুন আশার আলো: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ন্যায়বিচার হবে রাষ্ট্রের নতুন যাত্রার প্রথম শর্ত: জোনায়েদ সাকি এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে শান্ত-সোহান গাজার ২৪ চিকিৎসকে নির্মম অবস্থায় আটক করে রেখেছে ইসরায়েল মঙ্গলবার বিকেলে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা জুলাই আন্দোলনে নিহত অজ্ঞাতনামা ১১৪ জনের লাশ উত্তোলনের নির্দেশ বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধেই জুলাই গণঅভ্যুত্থান: রাষ্ট্রপতি

মঙ্গলবার বিকেলে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্ক:     আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন তা সরাসরি সম্প্রচার করবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন ‘জুলাই গনঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে নানা কর্মসূচি নেয়া হয়েছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘৩৬ জুলাই’ উদযাপনে দিনভর নানা আয়োজনের ব্যবস্থা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এ আয়োজনকে ঘিরে বিপুল জনসমাগমের সম্ভাবনা থেকে সেখানে যানচলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ।

জুলাই গণঅভ্যুত্থান দিবসের আয়োজনের মধ্যে থাকছে— সকাল ১১টায় ‘টং’ এর গান, ১১টা ২০ মিনিটে সাইমুম শিল্পী গোষ্ঠী, ১১টা ৪০ মিনিটে কলরব শিল্পী গোষ্ঠী, ১২টা ৫ মিনিটে নাহিদ, সাড়ে ১২টায় তাশফির সংগীত পরিবেশন করবেন। দুপুর ১টায় নামাজের বিরতির পর একে একে পারফর্ম করবেন চিটাগাং হিপহপ হুড, সেজান এবং শূন্য ব্যান্ড। এরপর দুপুর ২টা ২৫ মিনিটে ‘ফ্যাসিস্টের পলায়ন ক্ষণ’ উদযাপন করা হবে।

‘পলায়ন ক্ষণ’ উদযাপনের পর আবারও শুরু হবে কনসার্ট। একে একে পারফর্ম করবেন সায়ান, ইথুন বাবু ও মৌসুমি, সোলস এবং ওয়ারফেজ।

এরপর আসরের নামাজের বিরতি চলবে। বিরতির পর বিকেল ৫টায় ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করা হবে। সবার অংশগ্রহণে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে।

জুলাই ঘোষণাপত্র পাঠের পর আবারও শুরু হবে কনসার্ট। একে একে পারফর্ম করবেন বেসিক গিটার লারনিং স্কুল, এফ মাইনর এবং পারশা। এরপর মাগরিবের নামাজের বিরতির পর পারফর্ম করবেন এলিটা করিম। তার পারফর্মেন্সের পর স্পেশাল ড্রোন শো অনুষ্ঠিত হবে। এরপর সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews