1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার ৮ বছরের সেই শিশুকে সিএমএইচ নেয়া হয়েছে

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫

নিউজ ডেস্ক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার ৮ বছরের সেই শিশুকে গুরুতর আহত অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে। শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পুরাতন ভবনের দ্বিতীয় তলায় পিআইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিল।

শনিবার (৮ মার্চ) বিকেল ৫টা ৭ মিনিটে শিশুটিকে নিয়ে অ্যাম্বুলেন্স সিএমএইচ হাসপাতালের উদ্দেশে ঢাকা মেডিকেল হাসপাতাল ছাড়ে। ঢামেক কতৃপক্ষ জানায়, শিশুটিকে উন্নততর চিকিৎসার জন্য সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে শিশুটির অবস্থা খুবই সংকটাপন্ন জানিয়ে কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির গলায় আঘাতের পরিমাণ বেশি। তার শারীরিক সুস্থতার প্রতি গভীর মনোযোগী কর্তব্যরত চিকিৎসকরা। শিশুটিকে গত শুক্রবার রাতে লাইফ সাপোর্টে নেয়া হয়। ৪৮ ঘণ্টা রাখা হয় পর্যবেক্ষণে। তার চিকিৎসায় চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

এদিকে শিশুকে হত্যা চেষ্টা ও ধর্ষণের অভিযোগে চারজনের নামে মামলা হয়েছে। আজ মাগুরা সদর থানায় মামলাটি দায়ের করেছেন শিশুটির মা।

মামলায় আসামি করা হয়েছে শিশুটির বোনের স্বামী সজীব শেখ (১৯), সজীব শেখের ছোট ভাই রাতুল শেখ (১৭) ও সজিবের মা জাহেদা বেগম (৪০), বাবা হিটু শেখকে (৪৭)। এরা চারজনই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews