1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
নিষেধাজ্ঞা শেষে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ব্রেন্ডন টেইলর গাজায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে: ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় খালাস পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক আ. লীগ নেতা মোবারক জুলাই ঘোষণাপত্র ও সনদ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে: আখতার হোসেন কর্মস্থলে অনুপস্থিত থাকায় প্রকৌশলী-স্থপতিসহ ৬ কর্মকর্তা বরখাস্ত সালমান এফ রহমানকে ১০০ কোটি ও তার ছেলেকে ৫০ কোটি টাকা জরিমানা রুশ উপকূলে ৮.৭ মাত্রার ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র-রাশিয়া-জাপানে সুনামি সতর্কতা সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা: ৮ আসামির মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন তাবলিগের দুই পক্ষের বিবাদ মেটাতে কমিটি হচ্ছে: ধর্ম উপদেষ্টা নির্বাচন কমিশনে হিসাব জমা দিলো জাপা, বেড়েছে আয় ও ব্যয়

মাতৃত্বের নতুন বার্তা দিলেন জয়া

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

বিনোদন ডেস্ক: এ মুহূর্তে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সিনেমার প্রচার নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। তার নতুন সিনেমা অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় ‘ডিয়ার মা’ গতকাল শুক্রবার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। শুধু তাই নয়, ‘ডিয়ার মা’ ছাড়াও জয়ার আরও কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। নিজের দেশের সিনেমার গণ্ডি পেরিয়ে প্রায় সবখানেই কমবেশি বিচরণ জয়ার। দিনে দিনে নিজের অবস্থান যে পোক্ত করছেন অভিনেত্রী, তা আর বলার অপেক্ষা রাখে না। এর আগে অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘কড়ক সিং’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু হয় অভিনেত্রীর। সেখানে অন্যতম শক্তিশালী অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে জুটি হয়ে অভিনয় করেন তিনি। এবার বলিউড প্রসঙ্গে ফের আলোচনায় এলেন জয়া আহসান। সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় খাদ্যজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘সানফিস্ট মম’স ম্যাজিক’-এর একটি ইভেন্ট। সেখানে জয়া আহসান ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’খ্যাত অভিনেত্রী মন্দিরা বেদী, পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীসহ বলিউডের অনেক তারকার সঙ্গে উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠান নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে ছবিতে জয়াকে দেখা গেছে নীল শাড়িতে। তার পাশে ছিলেন মন্দিরা বেদীও। মঞ্চে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন তারা। সেই ছবির পোস্টে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী। জয়া আহসান লিখেছেন, সময়ের সঙ্গে আমি বিশ্বাস করতে শিখেছি-মাতৃত্ব শুধু রক্তের সম্পর্ক নয়, এটা এক আবেগগত পথচলা, যা সময়ের সঙ্গে মা ও সন্তানের মধ্যে গড়ে ওঠে। দত্তক সন্তান গ্রহণ সেই ভালোবাসারই এক অনন্য প্রকাশ হতে পারে। সিনেমা ‘ডিয়ার মা’-এর গল্প টেনে জয়া আরও লিখেছেন-আমাদের নতুন সিনেমা  ‘ডিয়ার মা’-ও এমন এক বন্ধনের গল্প বলে। শুধু প্রচারের জন্য নয়, এ রকম একটি আলোচনায় অংশ নিতে পারা আমার জন্য সম্মানের। উল্লেখ্য, জয়া আহসান কাজ শেষ করেছেন কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং। এ ছাড়া আগামী ১ আগস্ট মুক্তির অপেক্ষায় রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews