1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:

মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার চার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

অনলাইন ডেস্ক:      মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার চার আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (৮ জুলাই) সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই রিমান্ডের আদেশ দেন।

আসামিরা হলেন, নজরুল ইসলাম সোহাগ, মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম, জাহেদ আহমেদ এবং মাহফুজ।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা এন্টি টেররিজম ইউনিটের পরিদর্শক কে. এম তারিকুল ইসলাম আসামিদের প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা পর্যায়ক্রমে বাংলাদেশে এসে উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করেছে। এতে যেকোনও সময় সন্ত্রাসী হামলার শঙ্কা রয়েছে। আসামিরা বৈধ পথে মালয়েশিয়া গিয়ে জননিরাপত্তা, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত হয়। এছাড়া, সেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, উগ্রবাদী কনটেন্ট আদান-প্রদান, সন্ত্রাসবাদী কার্যক্রমে যুক্ত থেকে তা পরিচালনার জন্য অর্থ সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে এই অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই মামলার তদন্তের স্বার্থে আসামিদের ব্যাপক ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ রিমান্ড প্রয়োজন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews