
বিনোদন ডেস্ক : বিগ বাজেটের সিনেমাগুলোর মধ্যে অন্যতম আকাঙ্ক্ষিত সিনেমা এসএস রাজমৌলীর ‘আরআরআর’। বলিউডের অজয় দেবগন এবং আলিয়া ভাটসহ সিনেমাটিতে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর, রামচরণসহ আরো অনেকে। এছাড়াও সিনেমাটিতে নেপথ্যে কণ্ঠ দিয়েছেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট খ্যাত আমির খান।
এদিকে মুক্তির আগেই বিশাল রেকর্ড সৃষ্টি করেছে এই নতুন সিনেমা। রেকর্ড মূল্যে সিনেমাটির ডিজিটাল এবং স্যাটেলাইট স্বত্ব বিক্রি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।
সম্প্রতি পিংক ভিলা তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, ভারতের জি গ্রুপ সিনেমাটির সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে।
এজন্য গুনতে হয়েছে ৩২৫ কোটি রুপি। এর ফলে মুক্তির আগে সবথেকে বেশি দামের বিক্রি হওয়া সিনেমার তকমা পেয়ে গেল ‘আরআরআর’। চলতি বছরেই মুক্তির অপেক্ষায় রয়েছে ‘আরআরআর’। তবে এই ডিজিটাল প্ল্যাটফর্মে ছবিটি দেখা যাবে প্রেক্ষাগৃহে মুক্তির পর।
জানা গেছে, ‘আরআরআর’ সিনেমায় দুই তেলুগু মু্ক্তিযোদ্ধা কমারাস ভীম ও আলুরি সীতারাম রাজুর জীবনকাহিনী তুলে ধরা হচ্ছে।