স্টাফ রিপোর্টার: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দলিল লেখকপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৬ জুলাই) দিবাগত রাত ২টার দিকে হঠাৎ উপজেলা রেজিস্ট্রি অফিসের সামনের একটি দোকানে আগুন লাগে।
আগুন মুহূর্তেই পাশের দলিল পট্টিতে ছড়িয়ে পড়লে জমিজমার নথিপত্র পুড়তে থাকে। একপর্যায়ে আগুন ভয়াবহ রূপ নেয়। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে এতে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস জানায়, তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। এর আগে গত ১৬ মে শ্রীনগর বাজারে অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়েছিল। প্রাথমিকভাবে বিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, এর আগে গত ১৬ মে শ্রীনগর বাজারে অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে যায়।