1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
  2. adminbockup@wordpress.org : adminbockup :
  3. wordpresupport@www.jibonnews24.com : admlnlx :
  4. jibonnews24wy@gmail.com : trumpweiss :
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন

যাত্রাবাড়ীতে কনকর্ড ল্যান্ডস লিঃ এর বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও নির্মান কাজে বাধা প্রধানের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

শামীমা আক্তার: রাজধানীর যাত্রাবাড়ী থানার কোনাপাড়া কাঠেরপুল এলাকায় কনকর্ড ল্যান্ডস লিঃ এর বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও নির্মান কাজে বাধা প্রধানের অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী- জি এম সরোয়ার (৪৫) নিজ মালিকানাধীন জমি ভোগ দখল করে সম্পত্তিতে বাড়ি নির্মাণ করা কালীন সময় স্থানীয় বিভিন্ন নেতা ও চাঁদাবাজদের নজরে পড়েন এবং তার কাছে মোটা অংকের চাঁদা দাবী করেন। জিএম সরোয়ার আরো বলেন, কনকর্ড ল্যান্ডস লিঃ এর প্রকল্পের পাশে আমার জায়গাটি অবস্থিত।ভূমিদস্যু কনকর্ডের নজরে পরে এবং চাঁদাবাজদের সাথে নিয়ে সরোয়ারের জায়গাটি বেদখলের পায়তারা চালাচ্ছে বলে জানা গেছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় যাত্রাবাড়ী থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন । এ সময় সংবাদকর্মী ও পুলিশ উপস্থিত হলে। ব্যক্তিবর্গদের পরিচয় জানতে চাইলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। সরোয়ারের অভিযোগ কনকর্ড ল্যান্ডস লিঃ এর নিয়োগকৃত স্থানীয় প্রভাবশালী-আব্দুল বারেক গং ও জজ মিয়া মুঠোফোনে আমার কাছে চাঁদা চায় এমনকি আমার জমি ও বাড়ির সত্ত ছেড়ে দেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দেয়। এবং জজ মিয়া কবির,রানা,লুৎফর সহ ২০/২৫ জন সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে ঘটনাস্থলে আমার কাজ বন্ধ করে দেয়ার চেষ্টা করে ও আমার লেবার সহ আমাকে হুমকি প্রদর্শন করেন। এর আগেও তারা দীর্ঘদিন ধরে এই ঝামেলা তৈরি করেছে বলেও অভিযোগ করেন তিনি। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানায় তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

উল্লেখ্য গত ২৯/০৫/২৪ ইং তারিখ ৪৫৮৬ নং সাব কবলা দলিল মূলে ডেমরা সাব-রেজিস্ট্রি অফিস থেকে দলিল রেজিস্ট্রি করে সরেজমিনে দাতা আব্দুল রহিম খান এর কাছ থেকে সিটি দাগ নাম্বার-১১১২৫ হইতে-০৭৫৫ অযুতাংশ জমি বুঝে নিয়ে ভোগ দখল করিতেছিলেন। এছাড়াও তিনি মাতুয়াইল-২ মৌজার সিটি ৯৪৮ নং খতিয়ানের-১১১২৫ নং দাগের আরো- ০৭৫০ অযুতাংশ জমির বায়না সূত্রের মালিক হয়ে ভোগ দখল করে আসিতেছিলেন।স্থানীয় লোকজন জানান জি এম সরোয়ারই উক্ত সম্পত্তির প্রকৃত মালিক। এর আগে এ বিষয় নিয়ে স্থানীয়ভাবে সালিশী বৈঠকে তিনি তার সমস্ত কাগজপত্র দেখান এবং সালিশী বৈঠকে তিনিই প্রকৃত মালিক বলে প্রতীয়মান হন। অনুসন্ধানে আরো জানা যায় যে,কর্নকর্ড ল্যান্ডস কোম্পানি লিঃ একাধিক প্লট ভুয়া মালিক সাজিয়ে নিজেদের নামে সম্পত্তির মালিকানা দলিল করে সঠিক ভুমি মালিকদের হয়রানি করে আসছেন।

উল্লেখ্য জি এম সরোয়ার সিটি খতিয়ান-৯৪৯৫ এর -১১১২৫ নং দাগের ১৫০৫ অযুতাংশ জমির বায়না সুত্রে মালিক রয়েছেন। একই খতিয়ান থেকে কনকর্ড ল্যান্ডস লিঃ রেকর্ডিং মালিক থেকে ১২ শতক জমি ক্রয় না করে প্রকৃত আবু সায়ীদের স্থলে ভুয়া এক ব্যক্তিকে আবু সাঈদ বানিয়ে দলিল রেজিস্ট্রি করে ১২ শতক জমি দলিল মূলে কর্নকর্ড ল্যান্ডস কোম্পানি নিজ নামে খারিজ করেন। প্রকৃত জমির মালিক আবু সাঈদ উক্ত বিষয়টি জানতে পেরে মোকামঃবিজ্ঞ চতুর্থ জেলা আদালত ঢাকা এ ৬০২/২০১৯ দেওয়ানী মোকদ্দমা দায়ের করেন যা আদালতে বিচারাধীন রয়েছেন। এই ঘটনার বিষয়ে জি এম সরোয়ার গত ১০/০৯/২৫ ইং তারিখ যাত্রাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই মাহমুদুল হাসান মুঠোফোনে বলেন, এ বিষয়ে যাত্রাবাড়ী থানা (ওসি) স্যার অবগত আছেন এবং অভিযোগ আমলে নিয়ে তদন্ত চলছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews