1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তৈমুরের তুলনা সাইফের

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০১৮

ফের খবরের শিরোনামে তৈমুর আলি খান। বয়স মাত্র ১ বছর বয়সেই খবরে থাকা অভ্যাস হয়ে গেছে সইফ আলি খান এবং কারিনা কাপুরের এই একরত্তি ছেলের। এবার বাবা সাইফ আলি খান ছেলে তৈমুর আলি খান সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন।

ছোট্ট তৈমুরের হাসিতে মুগ্ধ ভক্তের সংখ্যা কম নয়। কিন্তু শুধু মিষ্টতাই নয়, তৈমুরের মধ্যে এখনই রয়েছে বহু গুণ। আর এই দাবি খোদ সাইফ আলি খানের। সাইফের কথায়, তৈমুরের রক্তেই রয়েছে জিনগত কিছু গুণ। সম্প্রতি এক টক শোয়ে তৈমুরের ব্যাপারে এমনই মন্তব্য করেছেন সাইফ আলি খান।

নীল চোখের তৈমুরের ব্যাপারে সাইফ বলেন, ‘‘ও সত্যিই জিনগত ভাবে সমৃদ্ধ। সে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কিছুটা পেয়েছে। কিছুটা আবার রাজ কাপুরের, কিছুটা মনসুর আলি খান পতৌদি এবং কিছুটা ভুপালের অংশ পেয়েছে। সে আমার থেকেও অনেক উর্ধ্বে।’’

প্রসঙ্গত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পরিবারের মেয়ে হলেন শর্মিলা ঠাকুর। তাই তৈমুরের শরীরেও রযেছে ঠাকুর পরিবারের রক্ত। অন্যদিকে মনসুর আলি খান সম্পর্কে তৈমুরের দাদা আর মা কারিনা কাপুরের দাদা রাজ কাপুর। তাই এই বিদ্বজনদের রক্ত বইছে তৈমুরের শরীরে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews