1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০২ অপরাহ্ন

শহিদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ফের শাহবাগ অবরোধ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক: শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আবারও রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। কবর জিয়ারত শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এলাকা ত্যাগ করার পরপরই সংগঠনটির নেতাকর্মীরা ফের সড়ক অবরোধ শুরু করেন। এতে শাহবাগ এলাকায় যান চলাচলে অচলাবস্থা তৈরি হয়।

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগ মোড়ে পুনরায় সমবেত হন। এর আগে নিরাপত্তাজনিত কারণে সকালে সাময়িকভাবে অবরোধ তুলে নিয়ে তারা আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তারেক রহমানের গাড়িবহর এলাকা ছাড়ার পর মিছিল নিয়ে তারা আবার শাহবাগে ফিরে আসেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শহিদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবিতে শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর থেকেই তারা অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি শুরু করেছেন। ওই দিন রাতভর নেতাকর্মীরা শাহবাগ মোড়েই অবস্থান করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, “শহিদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। পরিকল্পনাকারী ও সরাসরি হত্যাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।”

অবরোধ চলাকালে শাহবাগ মোড়ে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। আন্দোলনকারীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ্য হাদি লড়াই করে’সহ বিভিন্ন স্লোগান দেন।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হলে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সেখানে তিনি মারা যান। এ ঘটনায় পল্টন থানায় প্রথমে হত্যাচেষ্টা মামলা হলেও তার মৃত্যুর পর মামলাটি নিয়মিত হত্যা মামলায় রূপান্তরিত হয়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews