1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
আশুলিয়া হত্যাকাণ্ডে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল যুদ্ধবিরতি আলোচনার মাঝেই গাজায় ভয়াবহ তাণ্ডব ইসরায়েলের যশোর-বেনাপোল মহাসড়কের নবিননগর এলাকায় ভেঙে পড়েছে শতবর্ষী একটি গাছ নতুন বাংলাদেশ গঠনে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা মহানবী (সা.) ও মুসা (আ.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকায় চারজন কার্টুনিস্ট আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান পদত্যাগ করেছেন ঝিনাইদহের শৈলকূপায় ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত গোলাম রাব্বানীর দ্বিতীয় চলচ্চিত্র ‘আনটাং’ অফিসিয়ালি নির্বাচিত হচ্ছে ওয়াটারলু ফিল্ম ফেস্টিভ্যালে প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনালাপ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ’কাঁটা লাগা’ গার্ল খ্যাত শেফালি জরিওয়ালা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান

সন্ধ্যায় মাঠে নামছে ভারত-শ্রীলঙ্কা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭
India vs Sri Lanka, rtv online,আরটিভি অনলাইন

বিরাটের বিয়ের ছুটি এখনও শেষ হয়নি। এরই মধ্যে টি-টোয়েন্টি সিরিজেরও ঘণ্টা বেজে গেল। এবার দায়িত্বে থাকা অধিনায়ক রোহিত শর্মার লক্ষ্য এই সিরিজেও দলকে জয় এনে দেয়া।

ওয়ানডে সিরিজে ধর্মশালায় হোঁচট খাওয়ার পর মোহালি ও ভাইজাগে দুরন্ত পারফরম্যান্স করে টিম ইন্ডিয়া। তবে টি-টোয়েন্টি সিরিজ একদম অন্য লড়াই হতে চলেছে তা জানে দল। কটকের বারবাটিতে রোহিত অ্যান্ড কোং নিজেদের সেরাটা দিয়ে ম্যাচে জয় পেতে চায়। বাংলাদেশ সময় রাত ৭-৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। স্টার স্পোর্টস ১ এ সরাসরি দেখাবে ম্যাচটি।

মোহালিতে দ্বিতীয় একদিনের ম্যাচে ২০৯ রান করার ফল হাতেনাতে পেয়ে গেছেন রোহিত। ক্যারিয়ারের সেরা ৫ নম্বর র‍্যাঙ্কিং এ উঠে এলেন ভারতীয় এই তারকা ক্রিকেটার। ফলে স্ট্যান্ডবাই অধিনায়ক রয়েছেন খোশ মেজাজে।

রোহিত বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের রেকর্ড ভালো। এখন পর্যন্ত আমাদেরকে কোন সিরিজে হারাতে পারেনি তারা। এই রেকর্ড এবারও আমরা অব্যাহত রাখতে চাই।

তিনি জানান, আত্মবিশ্বাসের ফানুশ ফোলানোর বদলে মাটিতে পা রেখেই লঙ্কার সিংহদের ফের একবার বধ করতে চায় তারা।
টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের ক্ষত ভুলে টি-টোয়েন্টি ভালো করার আশা ব্যক্ত করলেন শ্রীলঙ্কার অধিনায়ক থিসারা পেরেরা, টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজেও আমরা ভালো খেলেছি। দু’টি টেস্ট ড্র করেছি। ওয়ানডেতে জয় দিয়ে শুরু করেছি, কিন্তু ভাগ্য আমাদের সঙ্গে ছিল না।
তিনি বলেন, টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো কিছু অর্জন করে এবারের সফর শেষ করতে চাই। জয় দিয়ে শুরু করতে পারলে পরবর্তীতে সুবিধা হবে আমাদের।

গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচের সিরিজ হারের পর তিনটি দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ভারত। শ্রীলঙ্কার ও নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেলেও অস্ট্রেলিয়ার সাথে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করে ভারত। অপরদিকে গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর বাংলাদেশের সাথে ১-১ ব্যবধানে ড্র, ভারতের কাছে ১-০ এবং পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হারের লজ্জা পায় শ্রীলঙ্কার।
এদিকে টি-টোয়েন্টি সিরিজে জয়দেব উনদকড়, বাসিল থাম্পি, মোহাম্মদ সিরাজের মতো এক ঝাঁক নতুন মুখ রয়েছে ভারত দলে। তবে প্রথম একাদশে কে কে জায়গা করে নিতে পারবেন তা এখনও পরিষ্কারভাবে জানায়নি থিঙ্কট্যাঙ্ক।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews