
মাহাদী হাসান মেহেদী: গতকাল সন্ধ্যায় কে বা কারা আমাদের অভয়নগর থানার মধ্যপুর গ্রামের সুদক্ষ ডাক্তার রিজবী আহম্মেদ যিনি উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এ দ্বায়িত্বে ছিলেন এবং তার বাবা সাবেক জনতা ব্যাংকের ম্যানেজার জনাব মিজানুর রহমান তার নিজ বাড়িতে গতকাল সন্ধ্যায় কে বা কারা খাবারের সাথে ঘুমের ঔষুধ মিশিয়ে যায় ফলে খাবার খেয়ে সবাই রাতে গভীর ঘুমে পড়ে থাকায় চোর/ ডাকাত তাদের গেট ভেংগে প্রবেশের চেষ্টা করে। কিন্তু তার মেয়ে রাতে খাবার না খাওয়ায় সজাগ থাকেন ফলে কোন চুরির আশংকা হয় নি। সকালে সংবাদ পেয়ে জনতার ভীড় জমে। তাদের পরিবারের লোক এখন কিছুটা সুস্থতা বোধ করছেন।
আলহামদুলিল্লাহ এমন ঘটনা হয় তো অনেকের হয় নি তাই শুক্রিয়া এবং মহান আল্লাহকে স্বরন ও সবাইকে সতর্ক থেকে জীবন নির্বাহ করার তৌফিক দিন।
আমরা এখন একটা সময় অতিবাহিত করছি যা নিজের পরিবারকে নিজ দ্বায়িত্বে সুস্থ ও সাবধান রাখতে হয়।আশেপাশে সবার দিকে নজর রাখি, অপরিচিত কারোর দেখা মিললে বা সন্দেহ হলে সাথে সাথে জিঙ্গাসা করি এতে আমরা অন্তত একটু সেফ থাকবো। আর ধরতে পারলে অবশ্যই আইন নিজ হাতে না তুলে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করবো।