1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
নিষেধাজ্ঞা শেষে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ব্রেন্ডন টেইলর গাজায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে: ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় খালাস পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক আ. লীগ নেতা মোবারক জুলাই ঘোষণাপত্র ও সনদ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে: আখতার হোসেন কর্মস্থলে অনুপস্থিত থাকায় প্রকৌশলী-স্থপতিসহ ৬ কর্মকর্তা বরখাস্ত সালমান এফ রহমানকে ১০০ কোটি ও তার ছেলেকে ৫০ কোটি টাকা জরিমানা রুশ উপকূলে ৮.৭ মাত্রার ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র-রাশিয়া-জাপানে সুনামি সতর্কতা সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা: ৮ আসামির মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন তাবলিগের দুই পক্ষের বিবাদ মেটাতে কমিটি হচ্ছে: ধর্ম উপদেষ্টা নির্বাচন কমিশনে হিসাব জমা দিলো জাপা, বেড়েছে আয় ও ব্যয়

সামনে এলেন কাজী হায়াতের শাকিব খান

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯

বীর সিনেমা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। শাকিব বলেছিলেন, ‘আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নতুন চারটি ছবির শুটিং হচ্ছে, দুটিতে বুবলী থাকবেন, এটাই চূড়ান্ত। তবে কোন দুটি ছবি, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।’

শাকিব ও বুবলী–ভক্তদের বেশি দিন অপেক্ষা করতে হলো না। সেই দুটির একটি যে বীর, নিশ্চিত করেছিলেন শাকিব খান। কাজী হায়াৎ পরিচালিত ৫০তম চলচ্চিত্র বীর। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শাকিব খানের ছোটবেলার অংশের দৃশ্য ধারণের মধ্য দিয়ে ছবিটির শুটিং শুরু হয়েছে। এরপর রাজধানীর পূর্বাচলসহ বিভিন্ন এলাকায় এই ছবির শুটিং চলতে থাকে।

বৃহস্পতিবার এই ছবিটির প্রথম লুক প্রকাশিত হয়েছে। এতে শাকিব খানকে একজন বিধ্বংসী শ্রমিক চরিত্রে দেখা যাচ্ছে। অবশ্য শুটিং চলাকালীন শাকিব কয়লা ওঠা নামানোর কাজ করছেন এমন কিছু স্থির চিত্র অনলাইনে প্রকাশিত হয়েছিল বটে। তবে বীরের ফার্স্ট লুক রীতিমতো সবাইকে চমকে দিলো।

বাংলা চলচ্চিত্রের যখন অন্ধকার দিক নিয়ে আলোচনায় মত্ত একশ্রেণি তখনই, ন ডরাই, ক্যাসিনো কিংবা বীর মুক্তির আগেই চমকে দিচ্ছে দেশের চলচ্চিত্রপ্রেমীদের, সেই সাথে অপেক্ষার প্রহর বাড়িয়ে দিচ্ছেন চলচ্চিত্র কর্তারা।

দেড় বছর আগে ঘোষণা হয়েছিল, শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মসের বীর ছবির শাকিব খানের নায়িকা হচ্ছেন বুবলী। ছবিতে চুক্তিবদ্ধ না হলেও সে সময় প্রযোজনা প্রতিষ্ঠান থেকে খবরটির সত্যতা নিশ্চিত করা হয়েছিল। শাকিব-বুবলী জুটিকে এই ছবিতে দর্শক পুরোপুরি ভিন্নভাবে দেখবে।

কাজী হায়াতের হাত ধরে মারুফকে বিভিন্নভাবে দেখেছেন, দেখেছেন মান্নাকে। এবার এই গুণী নির্মাতার হাত ধরে দর্শকেরা অচেনা শাকিবকেই দেখলেন বটে। বাকিটার জন্য সিনেমা মুক্তি পর্যন্ত অপেক্ষা করতেই হয়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews