1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ১১ মে ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
নরসিংদীর শিবপুরে জেল পলাতক দুর্ধর্ষ ডাকাত আতিক ও প্রতারক চক্রে ছয় সদস্য গ্রেফতার শিবগঞ্জে কৃষকের ফসলের মাঠে হামলা: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো শশা ও করলার গাছ, এক লাখ টাকার ক্ষতি বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে শান্তি নিশ্চিতে মতবিনিময় সভা ’অপারেশন সিন্দুর’ নিয়ে সিনেমা বানানোর ঘোষণা ফুটবল জগতের অন্যতম এক লড়াই ‘এল ক্লাসিকো’ ইজিবাইক-ট্রলির সংঘর্ষে ২ মাস বয়সী শিশু নিহত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান ইসলামে নারীর সম্মান ন্যায্য অধিকারেই নিশ্চিত করেছে আ. লীগ নিষিদ্ধের ঘোষণা না এলে ‘লং মার্চ টু যমুনা গলাচিপায় স্ত্রীর মামলায় গ্রেফতারী পরোয়ানার খবর পেয়ে স্ত্রীকে প্রান নাশের হুমকি

সৌদি আরবে বলিউডের ছবি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮

১৯৭০ সালের পর এ বছর ১৮ এপ্রিল থেকে আবার প্রেক্ষাগৃহে চলচ্চিত্র দেখতে পারছেন সৌদি আরবের দর্শকেরা। সেদিন মুক্তি পায় মারভেলের সুপারহিরো মুভি ‘ব্ল্যাক প্যান্থার’। ‘খালিজ টাইমস’ জানিয়েছে, এবার বলিউডের ছবিও মুক্তি পাচ্ছে সেখানে। আজ শুক্রবার সৌদি আরবের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রীমা কাগতি পরিচালিত ছবি ‘গোল্ড’। আর এই ছবির নায়ক অক্ষয় কুমার এই খবর দিয়েছেন টুইটারে। তিনি সবাইকে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার জন্য আহ্বান জানিয়েছেন। লিখেছেন, ‘আমরা এখন আরেকটি ইতিহাসের অংশ!’

১৯৪৮ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে ভারত প্রথম লন্ডন অলিম্পিকে অংশগ্রহণ করে। ওই বছর হকিতে স্বর্ণ পদক জিতেছিল ভারত। জুনিয়র ম্যানেজার ও হকি খেলোয়াড় তপন দাস সারা ভারত থেকে এমন সব প্রতিভা খুঁজে বের করেছিলেন, যাঁরা একজোট হয়ে স্বাধীন ভারতকে অলিম্পিকে প্রথম সোনা এনে দেন। স্বাধীনতা দিবস উপলক্ষে গত ১৫ আগস্ট ভারতে মুক্তি পায় ছবিটি। এখানে তপন দাসের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার।

ছবিটি দেখে ইন্ডিয়ান এক্সপ্রেসে একজন চিত্রসমালোচক লিখেছেন, ‘এই ছবি আপনার দেশপ্রেমকে উদ্বুদ্ধ করবে, আপনি আবেগপ্রবণ হবেন দেশের জন্য। তপন দাস, যিনি নিজের সারাটা জীবন হকিকে উৎসর্গ করেছেন। যিনি খুব কাছ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব বুঝেছেন, ব্রিটিশ ইন্ডিয়ার কাছে থেকে স্বাধীন ভারত বলার অধিকার ছিনিয়ে নেওয়ার স্বাদ জানেন। বাঙালি তপন দাস আর তাঁর স্ত্রী মনোবীণার জন্যই ভারতের হকি দল অলিম্পিকে পৌঁছানোর সাহস পেয়েছে।’

‘গোল্ড’ ছবিতে তপন দাস চরিত্রে অক্ষয় কুমারের অভিনয় খুব প্রশংসিত হয়। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, এরই মধ্যে ১০০ কোটির ক্লাবে পৌঁছে গেছে ‘গোল্ড’।

এদিকে ব্রিটিশ প্রতিষ্ঠান ভিউ ইন্টারন্যাশনাল সৌদি আরবে ৩০টি প্রেক্ষাগৃহ নির্মাণ করেছে। সৌদি আরবের রিয়েল এস্টেট প্রতিষ্ঠান আবদুল মহসিন আল হোকায়ের হোল্ডিংয়ের সহযোগিতায় প্রেক্ষাগৃহগুলো নির্মাণ করা হয়েছে। জানা গেছে, ১৯৭০ সালের পর সৌদি আরবের নাগরিকেরা প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখার সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। ওই সময় তাঁরা পাশের দেশ সংযুক্ত আরব আমিরাতে গিয়ে প্রেক্ষাগৃহে ছবি দেখেছেন। যুবরাজ মোহাম্মাদ বিন সালমান আল-সৌদ তাঁর ‘ভিশন ২০৩০’ বাস্তবায়ন আর তেলের ওপর থেকে দেশটির নির্ভরতা কমিয়ে আনার জন্য সিনেমা প্রদর্শনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। ২০৩০ সালের মধ্যে সৌদি আরবে ৩০০টি প্রেক্ষাগৃহ চালু করার পরিকল্পনা এখন চূড়ান্ত। আশা করা হচ্ছে, এ শিল্প খাত থেকে তখন বছরে ২ হাজার ৪০০ কোটি ডলার আয় হবে।

বিবিসি জানিয়েছে, সৌদি আরব সিনেমা বা বিনোদন উন্মুক্ত করে রক্ষণশীল সমাজব্যবস্থা থেকে বেরিয়ে আসার নানা পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে একটি হলো প্রেক্ষাগৃহে চলচ্চিত্র প্রদর্শন। সৌদি আরবের প্রধান আর্থিক তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড সিনেমা প্রদর্শনের জন্য বিশ্বের সবচেয়ে বড় সিনেমা হল চেইন আমেরিকান মুভি ক্ল্যাসিক বা এএমসির সঙ্গে চুক্তি করেছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews