1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
মাদারীপুরে খাসেরহাট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ঐতিহ্যবাহী বাজার ও খাদ্য গুদাম হুমকিতে পীরগঞ্জে ইউএনও খাদিজা বেগমের দৃঢ় নেতৃত্বে সুষ্ঠু নিয়োগ পরীক্ষা সম্পন্ন অভিযোগ গুজব ভিত্তিহীন, অসাধু মহলের ষড়যন্ত্র ব্যর্থ উত্তরায় বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ‘নেক্সান ড্রিম’ প্লাটফর্মের উদ্বোধন পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী বদরুদ্দীন উমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক মেসির রেকর্ড ভাঙলেন রোনালদো প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, চালু হচ্ছে মিড ডে মিল: গণশিক্ষা উপদেষ্টা লেখক, গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর আর নেই বাংলাদেশে অস্থিতিশীলতার ঝুঁকি, সমাধান সুষ্ঠু নির্বাচনেই: কুগেলম্যান ঢাকার আকাশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

৫.২ মাত্রার ভূমিকম্পে আবারও কাঁপল আফগানিস্তান

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে মঙ্গলবার ৫.২ মাত্রার আরো একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। একই এলাকায় রবিবার রাতে ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানায় এখন পর্যন্ত অন্তত এক হাজার ৪০০ জন নিহত হয়েছে।

ইউএসজিএসের তথ্য অনুসারে, ৫.২ মাত্রার মঙ্গলবারের ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নাঙ্গারহার প্রদেশের জালালাবাদ শহর থেকে ৩৪ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পটি রাত ১২টা ২৯ মিনিটে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরতায় উৎপত্তি হয়েছে।

ভূমিকম্পটি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলেও অনুভূত হয়েছে। পাকিস্তানের আবহাওয়া বিভাগ ভূমিকম্পের মাত্রা ৫.৪ গণনা করে জানিয়েছে এর কেন্দ্রস্থল ছিল দক্ষিণ-পূর্ব আফগানিস্তানে।

কুনার প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের মুখপাত্র ইহসানউল্লাহ ইহসান এএফপিকে বলেন, ‘প্রথম ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া এলাকাতেই ভূমিকম্পটি অনুভূত হয়েছে।’ তিনি আরো বলেন, ‘এই ধরনের আফটারশক বা পরাঘাতগুলো নিয়মিত হচ্ছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

৬ মাত্রার এ ভূমিকম্প পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত দুর্গম পাহাড়ি প্রদেশগুলোতে রবিবার গভীর রাতে তাণ্ডব চালায়। এর পর থেকে হতাহতে সংখ্যা বেড়েই চলেছে। তালেবান সরকারের প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ মঙ্গলবার এক্সে জানিয়েছেন, শুধু কুনার প্রদেশেই এক হাজার ৪১১ জন নিহত ও তিন হাজার ১২৪ জন আহত হয়েছে। পার্শ্ববর্তী নানগারহার প্রদেশে আরো এক ডজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে।

আফগানিস্তানে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী ইন্দ্রিকা রাতওয়াত্তে বলেন, এই ভূমিকম্পে ‘লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে’। কুনারে এখনো ভেঙে পড়া ঘরবাড়ির ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ চলছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান এহসানুল্লাহ এহসান জানিয়েছেন, জরুরি উদ্ধার অভিযান সারা রাত অব্যাহত ছিল এবং দূরবর্তী গ্রামগুলোতে এখনো অনেক আহত মানুষ চিকিৎসার জন্য সরিয়ে নেওয়ার অপেক্ষায় আছে। গ্রামবাসী খালি হাতেই কাদামাটি ও পাথরের তৈরি ধসে যাওয়া ঘরবাড়ি সরাচ্ছে ও উদ্ধার কাজ চালাচ্ছে।

সূত্র : এএফপি/আলজাজিরা

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews