
দেবাশীষ বিশ্বাস বছর দুয়েক আগে ‘হিরোগিরি’ নামে একটি ছবির নাম ঘোষণা করেন। নায়ক-নায়িকা হিসেবে শাকিব খান ও মিমের নামও শোনা যায়। বেশ কয়েকবার অচিরেই শুটিং শুরু হবে বললেও এবার জানালেন অপাতত ছবিটি হচ্ছে না, তবে ভবিষ্যতে হবে। দেবাশীষ বলেন, ‘মূলত প্রযোজকের সমস্যার কারণে ছবিটি করতে পারছি না। কিন্তু গল্প, চিত্রনাট্য সব প্রস্তুত করা আছে। এটি আমার খুবই পছন্দের গল্প। ইচ্ছে আছে সময়, সুযোগ পেলে বানানোর।’
সেক্ষেত্রে কাদেরকে নিয়ে বানাবেন? দেবাশীষ বলেন, ‘মূলত চরিত্রে আমি এখনো শাকিব খানকে চাই। জানি না যখন বানাবো তখন তাকে পাবো কিনা। তবে তার বিকল্প আপাতত কাউকে ভাবছি না।’
‘হিরোগিরি’ প্রযোজনা করার কথা ছিল ভার্সেটাইল মিডিয়ার। এদিকে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘চল পালাই’ মুক্তি পাচ্ছে আগামী ৮ ডিসেম্বর। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শিপন, শাহরিয়াজ ও তমা মীর্জা।