মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরি প্রদানসহ ১১ দফা দাবিতে ৫ম দিনের মত আমরণ অনশন করেছেন নরসিংদীর ইউএমসি জুটমিলের শ্রমিকরা। তীব্র শীত উপেক্ষা করে রাতভর অনশনস্থলে অবস্থান করেন শ্রমিকরা।
পঞ্চম দিন বৃহস্পতিবার সকাল থেকে মাথায় কাফনের কাপড় বেঁধে অনশন করছেন তারা। বেলা ১১টায় আমরণ অনশনরত শ্রমিকদের সাথে একাত্মতা ঘোষণা করেছে ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এসব শিক্ষার্থীরা ইউএমসি জুটমিলের শ্রমিকদের সন্তান। এছাড়া নারীসহ শ্রমিকদের পরিবারের অন্যান্য সদস্যরাও অনশনস্থলে অবস্থান করেন। এদিকে দীর্ঘ অনশনে চার জন শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাদেরকে অনশনস্থলেই স্যালাইন লাগানোসহ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
এদিকে বিকালে পাট মন্ত্রণালয়ে বস্ত্র ও পাট মন্ত্রীর সাথে বৈঠকের কথা রয়েছে। ওই বৈঠকে অংশ নিতে নরসিংদীর ইউএমসি জুট মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল ইসলাম মোল্লার নেতৃত্বে ৫ সদস্যের একটি দল ঢাকায় গেছেন।