চীনে করোনা ভাইরাসের আতঙ্কে ভুগছে দেশটিতে অবস্থান করা বাংলাদেশী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ বাংলাদেশ দূতাবাস থেকে কোন রকম সহোযোগিতা পাচ্ছেন না তারা। এর মধ্যে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন করোনা ভাইরাসের উৎপত্তিস্থল উহান শহরে থাকা শিক্ষার্থীরা। এদিকে পররাষ্ট্রমন্ত্রনালয় থেকে জানানো হয়েছে, করোনা ভাইরাস মুকাবিলায় এবং সেখানে থাকা বাংলাদেশিদের সহায়তায় খোলা হয়েছে হট লাইন।
এ নিয়ে গতকাল শনিবার চীনের উহান শহরে বাস করা বাংলাদেশি শিক্ষার্থী রাকিবিল তুর্য সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, আমরা প্রায় ৫০০ জনেরও বেশি শিক্ষার্থী উহানে আটকা পড়েছি। আমরা চাইলেও এখন নিজ দেশে ফিরে যেতে পারছিনা । বাংলাদেশ দূতাবাস থেকে খোঁজ খবর নেয়া হচ্ছে এমন খবর বাংলাদেশের মিডিয়াতে প্রচার করলেও এখবর ভিত্তিহীন। আমরা সবাই এক কঠিন মূহুর্ত পার করছি।