বিদেশী পর্যবেক্ষক নিয়ে এইচটি ইমামের বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই ধরনের বক্তব্য প্রমাণ করে যে, তারা একটি ত্রুটিপূর্ণ নির্বাচন করার উদ্দেশ্য নিয়ে সব কাজগুলো করছেন এবং কোনো পর্যবেক্ষক তারা রাখতে চাচ্ছেন না-এটা তারই একটা নিদর্শন।
বৃহস্পতিবার গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে ফখরুল একথা বলেন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনেই তারা এটা করেছিলেন, তারা অবজারভারদের আসতে দেননি, সরকার তাদের ভিসা বন্ধ করে দিয়েছিলেন। তাদের মূল যে একটা পরিকল্পনা তারা ফলস্ ইলেকশন করবে, কারচুপি করবে, ফলাফল তাদের পক্ষে নেবে । পুরো প্রশাসনকে ব্যবহার করে তারা এটা করেছিলো। এবার তারা সেই উদ্দেশ্যেই এইসব কথাগুলো বলছে।
স্থায়ী কমিটির বৈঠকের পর নির্বাচনে কমিশনের গিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামের বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব সাংবাদিকদের এই মন্তব্য করেন। ফখরুল বলেন, গতবারও যে দেশ থেকে পর্যবেক্ষক এসেছিলো, তারা বলেছি যে, নির্বাচনটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে। এই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ঠিক একইভাবে তারা যখন নির্বাচন অবজারভ করতে চান সেখানে তারা(সরকার) বাধা দিচ্ছেন। এটাতে প্রমাণিত হচ্ছে তাদের উদ্দেশ্যটা একই আছে, তারা নির্বাচনটা নিয়ন্ত্রণ করতে চান । নির্বাচনটা তাদের পক্ষে নিয়ে আসতে চান।
তিনি বলেন, আমরা মনে করি যে, দেশের নির্বাচন ব্যবস্থাটাকে তারা ধ্বংস করে ফেলেছে । নির্বাচন কমিশন এতো অযোগ্যতার প্রমাণ দিয়েছেন যে, তাদের যে স্বাধীনতাকে প্রয়োগ করতে পারছেন না । সংবিধান সম্মত যে অধিকারগুলো রয়েছে তা প্রয়োগ করতে পারছেন না।
স্থায়ী কমিটির বৈঠকে লন্ডন থেকে স্কাইপেতে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনের সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা হয়। বৈঠকে মির্জা ফখরুল ছাড়া খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।