টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা এলাকায় ট্রাক চাপায় ট্রাফিক পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সাইদুল ইসলাম (৪২)। তার বাড়ি ময়মনসিংহ জেলার কোতোয়ালী উপজেলার চরশির্তা গ্রামে।
টাঙ্গাইল মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও সাইদুল ইসলাম রাবনা বাইপাস এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় এলেঙ্গা থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।