করোনা ভাইরাস নিয়ে মহামারি আকার ধারণ করেছে চীনের হুয়ান প্রদেশে। চীন ছাড়া এ পর্যন্ত অন্তত ২৪টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে এ ভাইরাসটি। প্রতিনিয়ত মানুষের মাঝে প্রশ্ন জাগছে কারা বেশি ঝুঁকিতে । এর মধ্যেই নতুন তথ্য দিলো চিনের একটি হাসপাতালের পাঠ পর্যায়ের চিকিৎসকরা।
চীনের চিকিৎসকরা বলছেন, করোনাভাইরাসে আক্রান্ত মায়ের কাছ থেকে সদ্য জন্ম নেওয়া নবজাতক সরাসরি এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। উহান শিশু হাসপাতালের চিকিৎসকরা বলছেন, বিষয়টা প্রায় নিশ্চিত যে, একজন মা যদি করোনাভাইরাসে আক্রান্ত থাকেন তাহলে তার থেকে নবজাতক সন্তানের কাছে এ ভাইরাস সহজে যেতে পারে তাতে কোন সন্দেহ নেই।
মঙ্গলবার এ বিষয়ে একটি খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা। চীনের সরকারি টিভি থেকে পাওয়া তথ্য অনুসারে উঠে এসেছে শিশু হাসপাতালের চিকিৎসকদের এমন মন্তব্য বলেও খবর প্রকাশ করেছে গণমাধ্যমটি।
এদিকে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুধু চীনে নয় বরং সারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। জরুরী স্বাস্থ্য অবস্থা ঘোষণা করে সংস্থাটি জানিয়েছে, এই ভাইরাস দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার দেশগুলোতে ছড়িয়ে পড়তে পারে।
তবে প্রাণঘাতি করোনাভাইরাসের বিশ্বব্যাপী বিস্তার থামানোর উপায় এখনো আছে বলেও ডব্লিউএইচও এ কথা জানিয়েছে। জেনেভায় এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডঃ টেড্রোস অ্যাডহ্যানম জেব্রেইয়েসাস বলেছেন, ভাইরাসের কেন্দ্রস্থলে চীন যে কড়া ব্যবস্থা ও জোরালো পদক্ষেপ নিচ্ছে এ কারণে এই ভাইরাসের বিস্তার থামানোর এখনো উপায় আছে।