1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন

কলেজছাত্রদের সঙ্গে সুস্মিতার নাচের ভিডিও ভাইরাল

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭

তিনি বিউটি কুইন। তার হাসির ভক্ত হাজার হাজার মানুষ। তিনি সুস্মিতা সেন।

ইদানীং ক্যামেরার সামনে খুব বেশি তাঁকে পাওয়া যায় না। বেশ কয়েক বছর ধরে কোনও ছবিতেও অভিনয় করেননি নায়িকা। কিন্তু তাতে যে তার জনপ্রিয়তায় এক চুলও ভাটা পড়েনি, তার প্রমাণ পাওয়া গেল সোশ্যাল মিডিয়ার একটি ভিডিওতে।

আসলে, বহুদিন পর সুস্মিতার সেই চেনা হাসি এবং নাচ দেখার সুযোগ হয়েছে দর্শকদের। না, কোনও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বা শুটিং সেটে নয়। কলেজের দিনগুলিতে, ফেস্টে গিয়ে আপনি-আমি যেমন উন্মাদনায় গা ভাসিয়েছিলাম, ঠিক তেমন করেই!

কয়েকদিন আগে মুম্বাইয়ের সেন্ট অ্যান্ড্রুজ কলেজে গিয়েছিলেন সুস্মিতা। কী কারণে গিয়েছিলেন তা জানানা গেলেও, নায়িকা কলেজে পৌঁছতেই পড়ুয়ারা তারই বিভিন্ন গান বাজাতে শুরু করেন। শাহরুখ খানের সঙ্গে ‘ম্যায় হুঁ না’ ছবিতে নজর কেড়েছিলেন সুস্মিতা। সেই ছবির ‘তুমসে মিলকে দিল কা’ গানটি চালাতেই ছন্দে ছন্দে পা মেলাতে শুরু করেন অভিনেত্রী। পড়ুয়ারাও তাকে ঘিরে ফেলে নাচতে শুরু করেন।

বহুদিন পর সুস্মিতা ধরা দিয়েছেন তার চেনা মেজাজে। এমন দৃশ্য ক্যামেরাবন্দি করতে ভোলেননি ছাত্রছাত্রীরা। সুস্মিতা নিজেই সেই ভিডিও শেয়ার করেছেন টুইটারে। সোশ্যাল মিডিয়ায় সেই নাচের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews