1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন

শেষ পর্যন্ত এই ব্যবসায় নামলেন রাখি সাওয়ান্ত!

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭

ফের খবরের শিরোনামে উঠে এল রাখি সাওয়ান্তের নাম। কারণ বিতর্কে থাকা তার স্বভাব। আর বিতর্কের মাধ্যমে কী ভাবে খবরে থাকতে হবে সেই ব্যাপারে বিপুল জ্ঞান রয়েছে রাখির। এবারে নিজের জন্মনিরোধক পণ্য লঞ্চ করলেন তিনি। পণ্যটির নাম ‘বি-বয়’।

এখানেই শেষ নয়। জন্মনিরোধক পণ্যটির লঞ্চ করার সঙ্গে সঙ্গে এক বিস্ফোরক মন্তব্য করেছেন রাখি। জানা গেছে, রাখি চান নবদম্পতি বিরাট কোহলি এবং আনুশকা শর্মাই প্রথম তার লঞ্চ করা পণ্যটি ব্যবহার করুন।

রাখি বলেন, ‘‘বিরাট কোহলি আর আনুশকা শর্মা সব থেকে সুন্দর যুগল। তারা সদ্য বৈবাহিক জীবনে পা রেখেছেন। আমি চাই, ওরাই প্রথম জন্মনিরোধক পণ্যটি ব্যবহার করুন এবং তার ফিডব্যাক জানান। আমি মনে করি, আমার জন্মনিরোধক পণ্যটি বিশেষ মানের। এই প্রথম এতগুলো ফ্লেভার নিয়ে কোনও জন্মনিরোধক পণ্য বাজারে এল।’’

নিজের জন্মনিরোধক পণ্যটি কেন্দ্র করে বাবা রামদেবকেও ছাড়েননি রাখি। তিনি রামদেবের দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। রাখির চ্যালেঞ্জ, রামদেবও বাজারে পতঞ্জলি জন্মনিরোধক পণ্য নিয়ে আসুন। তা হলে তিনি একজন যোগ্য প্রতিযোগী পাবেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews