1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

পিএসভি আইন্দহোফেনকে ৭-১ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫

খেলাধুলা:  প্রিমিয়ার লিগের সর্বশেষ দুই ম্যাচের মধ্যে ওয়েস্টহামের কাছে হার আর নটিংহামের সঙ্গে ড্র: সব মিলিয়ে হতাশায় ছিলো গানার্সরা। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগে হতাশাকে আনন্দে কনভার্ট করেছে আর্সেনাল। ফিলিপস স্তাদিওন স্টেডিয়ামে গোল ফেস্টের রাতে পিএসভি আইন্দহোফেনকে ৭-১ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাবটি।

ম্যাচের ১৮ মিনিট। জুরিয়েন টিম্বারের গোলে লিড নেয় গানার্সরা। তিন মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করেন ইথান নোয়ানেরি। এরপর ৩১ মিনিটে স্কোরলাইন ‘৩-০’। এবারের গোলটি করেন মিকেল মেরিনোর।

প্রথমার্ধের শেষ দিকে ৪৩ মিনিটে পেনাল্টি থেকে পিএসভিকে গোল এনে দেন নোয়া লাং।

এরপর ৩-১ ব্যবধান নিয়ে দ্বিতীয়ার্ধে অর্থাৎ ৪৫ মিনিটে আরও চার গোল করে গানার্সরা। স্কোর শিটে নাম তোলেন ওডেগার্ড ও ট্রোসার। ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান ওডেগার্ড। আর পিএসভির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন রিকার্দো ক্যালাফিওরি।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নকআউট পর্বের অ্যাওয়ে ম্যাচে সবচেয়ে বেশি গোলের কীর্তি গড়লো মিকেল আর্তেতার দল।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews