1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
  2. adminbockup@wordpress.org : adminbockup :
  3. wordpresupport@www.jibonnews24.com : admlnlx :
  4. admin@wordpress.org : admn :
  5. : archive_option :
  6. jibonnews24wy@gmail.com : trumpweiss :
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন

কসবায় ‘সাউথ ক্যালকাটা ল কলেজ’-এর ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

 আন্তর্জাতিক ডেস্ক:     দক্ষিণ কলকাতার কসবায় অবস্থিত ‘সাউথ ক্যালকাটা ল কলেজ’-এর ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে মূল অভিযুক্ত ওই কলেজের সাবেক শিক্ষার্থী, বাকি দু’জন কলেজের বর্তমান শিক্ষার্থী।

কসবা থানায় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ওই তরুণী। ২৪ বছর বয়সী নির্যাতিতা তরুনীর অভিযোগ— কলেজ ভর্তি সম্পর্কিত ফর্ম আবেদনপত্র জমা দিতে বুধবার (২৫ জুন) স্থানীয় সময় দুপুর ১২ টায় কলেজে যান তিনি। মূলত, কলেজের ইউনিয়ন রুমে বসেছিলেন তিনি। একসময় সন্ধ্যার দিকে মূল অভিযুক্ত কলেজের প্রধান গেট বন্ধ করে দেয়ার নির্দেশ দেন। এরপর কলেজের নিরাপত্তারক্ষীর রুমে নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করা হয়।

অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় কলকাতার তালবাগান ক্রসিং এলাকা থেকে গ্রেফতার করা হয় প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র (৩১) ও তার সহযোগী জাহিব আহমেদ (১৯)-কে। তৃতীয় অভিযুক্ত প্রতিম মুখোপাধ্যায়কে (২০) বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় তার হাওড়ার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

তিন অভিযুক্ত ব্যক্তিরই মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্ত মনোজিৎ রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের দক্ষিণ কলকাতা জেলা কমিটির সাধারণ সম্পাদক বলে জানা যায়।

নির্যাতিতা ওই তরুণী অভিযোগ পত্রে জানান, অভিযুক্ত মনোজিৎ মিশ্র তাকে বিয়ের প্রস্তাব দেন। জবাবে ওই প্রস্তাব নাকচ করে তরুণী জানান তার বয়ফ্রেন্ড রয়েছে। আর তাতেই ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেয় মনোজিৎ। ঘরের মধ্যে আটকে রেখে ওই তরুণী এবং তার বন্ধুকে খুনের হুমকি দেয়া হয়। পাশাপাশি তার বাবা-মাকে গ্রেফতার করার হুমকি দেয়া হয়।

এরপর প্রধান অভিযুক্তের পা ধরে অনুরোধ জানালেও তাতে কাজ হয়নি। ধর্ষণের সময় প্রধান অভিযুক্ত মনোজিৎকে সহায়তা করে আইন কলেজেরই দুই শিক্ষার্থী জাহিদ এবং প্রতিম।

বৃহস্পতিবার (২৬ জুন) তিন অভিযুক্তকেই কলকাতার আলিপুর আদালতে তোলা হয়। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হলে আগামী মঙ্গলবার পর্যন্ত তাদের পুলিশ রিমান্ডের নির্দেশ দেয়া হয়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews