1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

রুমাল’ দিয়ে মনের মানুষ খুঁজছেন ঊর্মিলা!

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০১৮

 

মিজানুর রহমান বেলালের রচনা ‘রুমাল’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন শ্যামল মাওলা।

আবু হায়াত মাহমুদের পরিচালিত নাটকটিতে দেখা যাবে- বড় লোক বাবার মেয়ে ঊর্মিলা। বাবার ব্যবসা নিয়েই সময় কেটে যায় তার। তবু কারো ভালোবাসা পাওয়ার জন্য ইচ্ছে করে তার। কিন্তু কোনো মনের মানুষ নেই। রুমালে মনের কিছু কথা লিখে একদিন সেটি পার্কে রেখে আসেন। রুমালটির সূত্র ধরে যে তাকে খুঁজে নেবে সেই হবে তার প্রকৃত প্রেম এবং ভালোবাসা।সেই প্রতীক্ষায় দিন গুনতে থাকেন ঊর্মিলা।

এ প্রসঙ্গে ঊর্মিলা জানান। তিনি বলেন, নাটকের গল্পে ভিন্নতা থাকলে সেটিতে অভিনয় করতে ভালো লাগে। স্বাচ্ছন্দ্যে কাজ করা যায়। এই নাটকের চরিত্রটি আমার দারুণ পছন্দের। আশা করছি এটি দর্শক উপভোগ্য একটি নাটক হবে।

খুব শিগগিরই নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews